Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ--কবিতাশিরোনাম--"""ঋতুর কাব্য """কলমে---জয়া গোস্বামী11/12/2021 
হৃদয়ের কথা লিখে রাখি কবিতাতে আজ সযত্নে,খাদ নেই  মনে সাজাই কাব্য শব্দখচিত রত্নে --- 
বসন্তের কোকিল যেমন কবিকে স…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

বিভাগ--কবিতা

শিরোনাম--"""ঋতুর কাব্য """

কলমে---জয়া গোস্বামী

11/12/2021 


হৃদয়ের কথা লিখে রাখি কবিতাতে আজ সযত্নে,

খাদ নেই  মনে সাজাই কাব্য শব্দখচিত রত্নে --- 


বসন্তের কোকিল যেমন কবিকে সুরে মাতাল করে,

প্রিয়াকে মনে পড়ে ,ডাকে তারস্বরে পরন্ত দুপুরে --- 


কবিরও নেশা লাগে সাড়া দেয় খাতার পাতাতে,

কলম কে সঙ্গিনী করে  মগ্নথাকে তার রচনাতে---- 


লিখে রাখে কখনও বসন্তকে নিয়ে ভাবুক হৃদয়ে,

সৃষ্টির নেশাতে স্নান করে আষাঢ়ের কাব্য  নিয়ে--' 


হারিয়ে যাই কখনও নীল আকাশের ঐ নীলিমাতে ,

মনে করায় শরতের মেঘের ভেলা সুনীল আকাশেতে ---- 


আলো আঁধারীতে  দেখে কুয়াশা আসে  চুপিসারে,

মাত করে এসে  হৃদয় ;হেমন্ত অপরূপ রূপের চাদরে ---- 


ডুবে থাকে ঋতুর বৈচিত্র্য নিয়ে লিখে যাই আনন্দে, 

ফাগুন এসে আগুন ধরায় পলাশ শিমুলের বাগানে---- 


ঘুম ভাঙে দেখি আমি  আজ খাতার পাতার ভাজে,

লিখেছি কত প্রেমের কাব্য রঙিন খাতার মাঝে --- 


সবাইকে রেখেছি আগলে  ভালোবাসার পরশ দিয়ে,

বুঝলাম সবার শেষে  ;রচিতে পারি কাব্য ঋতু নিয়ে, 


গভীর রাতে খোলা আকাশের নীচে একাকী ঋতুর কাব্য সাজিয়েছি---

আনমনে মনবীণায় আপন সুরে তান বাজিয়েছি--