Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা- ঝাড়বাতি__________________       টুয়া চক্রবর্ত্তী 
মন পিয়াসার ঐ ঝাড়বাতির আলোয়- দেখেছি তোমার মুখ যেদিন;আলো-আঁধারে মিশিয়ে তুমি, দেখা দিলে এক পলক;তোমার গায়ের নীলাভ শাড়ি- মাথার ঘোমটা আর এলো চুলে-মুখটি দেখি ঝাড়…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা- ঝাড়বাতি

__________________

       টুয়া চক্রবর্ত্তী 


মন পিয়াসার ঐ ঝাড়বাতির আলোয়- 

দেখেছি তোমার মুখ যেদিন;

আলো-আঁধারে মিশিয়ে তুমি, দেখা দিলে এক পলক;

তোমার গায়ের নীলাভ শাড়ি- মাথার ঘোমটা আর এলো চুলে-

মুখটি দেখি ঝাড়বাতির আলোর!

তোমার মায়া ভরা দৃষ্টি যেনো,-

চোখের তারারন্ধে জ্বল-জ্বল করে;

সেকি নিদারুণ পলক তোমার!

আর ঘন কালো এলোচুল-

হাওয়ায় ওড়ে যেনো উদাসীনি মন,

গোলাপী ঠোঁটের দুই কোণে-

গজদন্তের প্রাণ-জোরানো মিষ্টি হাসি; 

মন ভুলিয়ে দিয়ে নিমেষেই- হারিয়ে গেলে তুমি!

আমার সাধের ঐ ঝাড়বাতির আলোয়- 

দেখেছিনু একদা তোমায়-

মনের মণিকোঠায় তুমি আজও আছ, 

 কোথায় কোথায় খুঁজেছি তোমায়,

পাই নি আর দেখা তোমার,- 

ওগো হৃদয়হরনী তুমি কি দেখা দেবে না আর?

যেদিন আবার দেখা হবে মোদের- 

হয়তো আমি থাকব হাজার ফুলের মাঝে;

সুবাসে ভরিয়ে দেব তোমার মন!

তখন তুমি খুঁজে নিও সঠিক ফুল খানি-

অপেক্ষায় রইব তোমার হাতে ধরা দিতে।।