পড়ন্ত বেলায়জীবনের পড়ন্ত বেলায় এক ঝলক ঠাণ্ডা হিমেল বাতাস মনটাকে কেমন যেন চঞ্চল করে তুলেছিল সমরেশের । স্নিগ্ধ বাতাসের স্পর্শ বহুদিনের পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। সেই স্মৃতি আজ মনের কোনে উঁকি দিচ্ছে অহরহ। স্মৃতির রেশ হঠাৎকরেই বাস্…
পড়ন্ত বেলায়
জীবনের পড়ন্ত বেলায় এক ঝলক ঠাণ্ডা হিমেল বাতাস মনটাকে কেমন যেন চঞ্চল করে তুলেছিল সমরেশের । স্নিগ্ধ বাতাসের স্পর্শ বহুদিনের পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। সেই স্মৃতি আজ মনের কোনে উঁকি দিচ্ছে অহরহ। স্মৃতির রেশ হঠাৎকরেই বাস্তবে ধরা পড়তে চাইছে। কিন্তু সেই বাস্তব বড় কঠিন। ধরতে চাইলেও সে অধরা হয়েই থাকবে। চেনা অনুভুতিরা এসে ভিড় করছে স্মৃতির পাতা থেকে, সব যেন উড়ে আসছে সামনে। এই পড়ন্ত বেলায় যা কিনা ধরা ছোঁয়ার সাধ্য নেই সমরেশের। জীবনের মূল সময় সে কাটিয়ে এসেছে ।আজ এই গোধূলি বেলায় একরাশ ভালোলাগা এসে যদি ধরা দেয় তার কি সাধ্য তাকে এড়ায়? কিন্তু এড়িয়ে চলা শক্ত হলেও মন চায় আঁকড়ে ধরতে। জীবনের ক্লান্তি কাটিয়ে বার বার ইচ্ছে হচ্ছে হিমেল বাতাসের স্পর্শ নিতে ।কিন্তু এই শেষ বেলায় এই স্পর্শ সহ্য হবার নয় । বয়সের ভারে ন্যুব্জ শরীর । কিন্তু তবু ইচ্ছে হয় পুরনো প্রেম এক বার হলেও ফিরে পেতে। একদিকে বাধাধরা জীবন অন্যদিকে নতুন ভালোলাগা যা তার পাবার কথা প্রায় নিঃশেষ ছিল হঠাৎ ই দেখা । মনের মধ্যের সব চাপা অনুভুতি বাধন ছেড়ে বেড়িয়ে আসতে চাইছে । ইচ্ছে হচ্ছে নতুন করে পথ চলার যা কিনা সম্ভব নয় । কারণ আজ সে একদিকে কারোর স্বামী ,কারোর পিতা । জীবনের শেষ প্রান্তে এসে এত ভালোলাগা সে কি করে মুখ ফিরিয়ে নেবে? নিতে চাইলেও বার বার যেন কিসের অমোঘ টান তাকে দিকভ্রষ্ট করে দিচ্ছে মনে হচ্ছে যদি পাহাড়ের সবুজ বনানীতে একসাথে দু পা চলা যেত , পাহাড়ের গা বেয়ে ঝর্নার জলধারা বা তার হালকা ঝাপটে দুজনের গা ভিজে যেত । পাহাড়ের মাথায় সূর্যের উদয়ের আলোয় দুজনের গায়ে মাখামাখি হতো ,কিম্বা সমুদ্রের হালকা ঢেউ দুজনের পা এসে ছুয়ে যেত ,নির্জন নিভৃতে একাকী দুজন দুজনের নিঃশ্বাস অনুভব করা যেত ।গহীন অরণ্যে দুজন সবুজের দিকে তাকিয়ে তাদের স্মৃতির দিন গুলো স্মৃতি চারণ করতে পারত তাহলে হয়ত বা জীবনের কিছুটা সার্থকতা আসতো। এসব হবার নয় যেনেও নেহাতি নিজস্ব কল্পনা আর তার রঙে ভেসে নিজেকে নতুন করে পাওয়া, কল্পনার রঙে ভেসে সাত সমুদ্র পারি দিতে চায় মন। জীবনের অন্তিম লগ্ন যখন উপস্থিত কেন এত ভাললাগা এসে ভিড় করছে ? নতুন করে বাঁচতে ইচ্ছে করছে। সব ছেড়ে যদি নতুন করে দিন শুরু করা যেত । নতুন জীবন - সারা সময় পুরনোকে নতুন করে পাওয়া ।পেয়ে হারানো এক আর না পাওয়ার অনুভুতি এক । মন চাইলেও পাওয়া যাবে না ,অধরাই থাকবে।মানুষ যা পায় না তার প্রতিই টান থাকে বেশি। পেয়ে গেলে তো ভালোলাগা শেষ। তাই না পাওয়াই থাক ।দূর থেকে অমোঘ টান চূড়ান্ত বেদনা তার সুখ অনেক। সেই সুখেই সুখী হতে চায় সমরেশ। সে সুখী না পাওয়ার বেদনায়।
সোহিনী