Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা- খোলা চিঠিকলমে - পারমিতা সাহা৬/১২/২০২১
এখন আর আগের মতো কথা হয়নাকেমন আছিস তাও জানা হয়না।জানি ভালো আছিস তবু-তবু জানতে ইচ্ছে করেতোর নতুন বন্ধুরা কেমন রেখেছে তোকে ?এখনও আগের মতো রাত জাগিস -এখনও দেরি করে উঠিস ঘুম থেকে ?
সকাল থেক…

 


কবিতা- খোলা চিঠি

কলমে - পারমিতা সাহা

৬/১২/২০২১


এখন আর আগের মতো কথা হয়না

কেমন আছিস তাও জানা হয়না।

জানি ভালো আছিস তবু-

তবু জানতে ইচ্ছে করে

তোর নতুন বন্ধুরা কেমন রেখেছে তোকে ?

এখনও আগের মতো রাত জাগিস -

এখনও দেরি করে উঠিস ঘুম থেকে ?


সকাল থেকে অপেক্ষা করে থাকতাম

তোর পাঠানো সকালের শুভেচ্ছার জন্য -

সকাল গড়িয়ে দুপুর হতো কখনও কখনও ।

কিন্তু তারপরে সারাদিন কথা হতো

কাজের ফাঁকে ফাঁকে -

কোনোদিন সময় দিতে না পারলে

প্রশ্ন আসতো ঝাঁকে ঝাঁকে ,

অভিমানে ফিরিয়ে নিতিস মুখ

হয়তো তাতেই পেতিস সুখ ।


বড্ড কষ্ট হয় জানিস

সে তুই মানিস আর না মানিস -

যখন দেখি অনলাইন আছিস সারাদিন

অথচ আমার পাঠানো মেসেজ আনসীন !

মনে পড়ে একদিন বলেছিলি

আমি তোর লেখার প্রেরণা ?

আর আজ হয়তো যন্ত্রনা !


ও, একটা কথাতো বলাই হলোনা

আমাকে কলম ধরতে শেখাল

তোর দেওয়া যন্ত্রনা ।

একদিন হয়তো হবে দেখা

কোনো এক কবি সম্মেলনে -

তুই থাকবি মঞ্চে আর

আমি দর্শকাসনে ।।