সৃষ্টি সাহিত্য যাপন
"মৃত লক্ষী " ✍️ মৌমিতা দে ধর
কোজাগরী পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে সাড়ম্বরে পূজিত হচ্ছে মূর্তিময়ী লক্ষীরা, আহারে বাহারে শাঁখে কাঁসরে উলুরধ্বনিতেমাতৃ আরাধনায় মেতেছে আজ গ্রাম বাংলার বধূরা !
সেই গ্রাম…
সৃষ্টি সাহিত্য যাপন
"মৃত লক্ষী "
✍️ মৌমিতা দে ধর
কোজাগরী পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে
সাড়ম্বরে পূজিত হচ্ছে মূর্তিময়ী লক্ষীরা,
আহারে বাহারে শাঁখে কাঁসরে উলুরধ্বনিতে
মাতৃ আরাধনায় মেতেছে আজ গ্রাম বাংলার বধূরা !
সেই গ্রামের ঈশান কোন ঘেঁষে আর একটি বাড়ি
আজ তিনদিন ছোটো মেয়েটা রয়েছে অনাহারী,
বাবার যে নাই কোনো খোঁজ মা'য়ে বড়ো করে
কোনো মতে চলছিল দিন লোকের বাড়ি খেটে !
জ্যান্ত লক্ষী আজ বিছানায় শুয়ে জ্বরে পুড়ছে গা
মায়ের মাথায় বাজ পড়েছে এবার কী করবে মা,
একটি যে তার লক্ষী কন্যা বড়োই আদরের
আর যে কেউ নেইকো তার একার সংসারে !
অভাবের ঘরে কেউ যে তাদের খোঁজ নাহি নেয়
গ্রামের ডাক্তার সেও একবার দেখে নাহি যায়,
অর্থই আজ কথা বলে সম্পর্কর নাম দেয়
বিনা অর্থ সকল কিছুই মিথ্যা অপচয় !
আজ তিনদিন সকাল থেকে বড়োই শরীর খারাপ
উপরি নিশ্বাস বাড়ছে যে তার লক্ষীর পরিহাস,
মাটির মূর্তির কতো কদর কতো উপাচার
জ্যান্ত লক্ষী মরণ সাজে কেউ রাখেনা খবর তাহার !
এই ভাবে ঠিক সন্ধ্যা যখন ঘরে ঘরে উলুর ধ্বনি
ঘর ছেড়ে এক অজানার পথে লক্ষী দিলো পাড়ি,
এমন করেই আজও কতো লক্ষী মরে ঘরে ঘরে
আরো কতো বাহারি মূর্তি পূজিত হয় গ্রামে শহরে !
@মৌমিতা দে ধর
*********