Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চিত্তরঞ্জন দাস ঠাকুরের স্মরণসভায় বাম আদর্শই একমাত্র পথ বলে জানালেন বাম নেতৃত্বরা।

বাবলু বন্দ্যোপাধ্যায়       পূর্ব মেদিনীপুর  
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এই পরিস্থিতির মধ্য  বামপন্থীদের কাছে আঘাত চিত্তরঞ্জন দাস ঠাকুরের মৃত্যু।  পূর্ব মেদিনীপুর জেলায় বাম আদর্শকে সামনে রেখে তা…

 



বাবলু বন্দ্যোপাধ্যায়       পূর্ব মেদিনীপুর  


বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এই পরিস্থিতির মধ্য  বামপন্থীদের কাছে আঘাত চিত্তরঞ্জন দাস ঠাকুরের মৃত্যু।  পূর্ব মেদিনীপুর জেলায় বাম আদর্শকে সামনে রেখে তার যে নিরলস আন্দোলন বিভিন্ন ক্ষেত্রে তা স্মরণীয় হয়ে থাকবে প্রতিটি বাম কর্মীদের অন্তরের মনিকোঠায়। সদ্য প্রয়াত চিত্তরঞ্জন দাস ঠাকুরের স্মরণসভার  উপস্থিত বাম নেতৃত্বরা একযোগে জানালেন বাম আদর্শই একমাত্র পথ কেবল পশ্চিমবঙ্গ নয় ,সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে। রবিবার নিমতৌড়ি স্মৃতিসৌধ মাঠে ভারতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে চিত্তরঞ্জন দাস ঠাকুরের স্মরণসভায় উপস্থিত ছিলেন  সিপিআই এর  রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি, জাতীয় পরিষদের সদস্য সন্তোষ রানা, পূর্ব মেদিনীপুর জেলা সিপিএমের সম্পাদক নিরঞ্জন সিহি, সারা ভারত   ফরওয়ার্ড ব্লকের  অশ্বিনী সিনহা, আরএসপি  অমৃত মাইতি, সিপিআই এর জেলা সম্পাদক  নির্মল বেরা, যুবনেতা গৌরাঙ্গ কুইলা,  ট্রেড ইউনিয়ন নেতা  নবেন্দু ঘড়া, শিক্ষক নেতা গৌতম পন্ডা  ও প্রয়াত চিত্তরঞ্জন দাস ঠাকুরের সহধর্মিনী সবিতা দাস ঠাকুর  প্রমূখ। রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জির বক্তব্য প্রকাশ পুঁজিবাদীদের শোষণ ভয়ঙ্কর হয়ে উঠেছে। স্বাধীনতা বিপন্ন, অর্থনৈতিক  পরিস্থিতি ভেঙে  চুরমার হয়ে যাচ্ছে, চাকরি নেই, দিনের পর দিন  বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে। দিনের পর দিন আমরা পিছিয়ে যাচ্ছি এই পিছিয়ে যাওয়া তে দুই সরকারই দায়ী তৃণমূলের পাশাপাশি বিজেপি ও। যেখানে রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রি করে দিতে হচ্ছে সেখানে মানুষ  তার স্থায়িত্ব পাবে কোথায় এ প্রশ্ন তুলেন রাজ্য সম্পাদক। এই সংকট ময় অবস্থার মধ্য দিয়ে বাচনভঙ্গিতে পারদর্শী  সাবলীল চিন্তা ধারায়  নানা গণআন্দোলন সাক্ষী চিত্তরঞ্জন দাস ঠাকুর কে আমরা হারালাম। রাজ্যকে শ্মশান বানানোর চেষ্টা, রাজ্যের মধ্যে যেখানে সৃজনশীলতা নেই, কৃষকদের উন্নতি নেই,   দান-খয়রাতি আর  দুর্নীতিতে ভরা এই সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শাণিত বক্তব্যে বিভিন্ন স্থানের মানুষ যখন উদ্বোধিত হচ্ছিল সেই সময় এই  নেতার মৃত্যু বামপন্থার একটা অপূরণীয় ক্ষতি হলো। এই পরিস্থিতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতেই হবে। ৩৪ বছর শাসনে আমরা ছিলাম,  কিছুটা বিশ্বাস আমরা হারিয়ে ফেলেছি ঠিকই ,সেই বিশ্বাস আমাদেরকেই ফিরিয়ে আনতে হবে ।আমাদেরকে শপথ নিতে হবে বামপন্থাই হচ্ছে আদর্শ যারা আগামী দিনের পথ দেখাতে পারে।