Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ---কবিতাশিরোনাম--কি হবে ?কলমে---জয়া গোস্বামী০৬/১২/২০২১ 
কি হবে?ভালোবাসার আকাশে রংমশাল জ্বেলে---নিভে যাবে এক দমকা বাতাস এলে--বিষাক্ত ধুয়াশা চতুর্দিক দিচ্ছে ঢেকে--এমন লেলিহান শিখায় মত্ত রাখে নিজেকে---- 
মন…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

বিভাগ---কবিতা

শিরোনাম--কি হবে ?

কলমে---জয়া গোস্বামী

০৬/১২/২০২১ 


কি হবে?

ভালোবাসার আকাশে রংমশাল জ্বেলে---

নিভে যাবে এক দমকা বাতাস এলে--

বিষাক্ত ধুয়াশা চতুর্দিক দিচ্ছে ঢেকে--

এমন লেলিহান শিখায় মত্ত রাখে নিজেকে---- 


মনে পড়লে কেবল  হতাশা অন্তরে---

হৃদয়ের কান্না বাতাসে গুমরে মরে----

কে ভাবছে আজ কার কথা নির্জনে----

নিজের কথা নিজে বলছে আপন মনে---- 


আমার আমার করে চিৎকারে গলা ফাটাচ্ছে----

বোঝে না বোকা মন পরকে আঁকড়ে ধরছে--

জীবন পদ্মপাতার মত টলমল যে করছে---

ক্ষণিকের প্রদীপ টিম টিম করে শেষ লগ্নে জ্বলছে--- 


শেষ হোক এই প্রহসন ছন্দে আসো ফিরে---

খেলা শেষ হওয়ার আগে চলে এসো ঘরে----

গোধূলির সূর্যের ছটাতে নিজে কে নাও চিনে---

ভালোবাসা আজ কেবলই উদ্দেশ্যহীনে-- 


তবুও স্বপ্ন দেখে মস্তিষ্ক ভর করে মেধার ভিতরে

করাঘাত করে  নিত্য ভালোবাসার দ্বারে ----

অবুঝ মন বোঝে না  এর পরিণাম কি হবে?

লজ্জা দিয়েছে বিসর্জন  হুশ ফিরবে আর কবে??