Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন।বিভাগ-কবিতা।বিষয়-উন্মুক্ত।✍অমিতা দাস সরকার।৬\১২\২১
যতন।*****
তিন তিনটি বছর হল,খোকা,দেখিনি তোকে.....,কত চিঠিতে দেখতে চেয়ে ডেকেছি,উত্তর মেলেনি তো!এখন নতুন ক'রে বড় হয়ে বুঝেছি তোকে,যা করেছিস,ঠিকই করেছিস,আমিও যে …

 


সৃষ্টি সাহিত্য যাপন।

বিভাগ-কবিতা।

বিষয়-উন্মুক্ত।

✍অমিতা দাস সরকার।

৬\১২\২১


যতন।

*****


তিন তিনটি বছর হল,খোকা,দেখিনি তোকে.....,

কত চিঠিতে দেখতে চেয়ে ডেকেছি,উত্তর মেলেনি তো!

এখন নতুন ক'রে বড় হয়ে বুঝেছি তোকে,

যা করেছিস,ঠিকই করেছিস,আমিও যে তাই করেছিলেম ওরে!

একলা সুখে থাকতে চেয়ে,বিদায় দিয়েছিলেম যাঁদের,

আজ সেই স-ব সুখ ফেরত্ পেয়েছি সুদ-আসলের হিসেবে..!

'সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু,অনলে পুড়িয়া গেল',মনে পড়ে সে সব,

তবুও বৌমা,বৌমা ক'রে আদরে কাছে টেনে নিত আমারে।

ঝেড়ে ফেলে সে স-ব,একলা থাকার লোভে,ফিরায়ে দিয়েছি তারে, তোকে দেখবার আকুতি নিয়ে তাঁরা 'একবারই এসেছিল নীরবে'।

অসম্মানে আবারও ফিরে গেছে তাঁরা বিবশ চোখের ইতিহাসে,

আজ এই বৃদ্ধাশ্রম এনেছে টেনে আমায় নিয়তির অমোঘ পরিহাসে।

ভয় হয় খোকা,পাছে তোরও না এমনটাই হয় জীবনের শেষ সফর,

নিজ-পাপে বিদ্ধ হয়েছি,চাইনা তা তোকে ঘিরে রাখুক,বড় কষ্টকর!

ঋজুকে বড় দেখতে ইচ্ছে হয়,হয়ত ঠিক..... তাঁদেরই মতন,

ভালো থাকিস খোকা,ঋজুকে শেখাস বড়দের করতে যতন!


                  ***************************