Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ: গদ্য কবিতাশিরোনাম: চৈতালী এসো কালকলমে: প্রণব মাহাততারিখ: ১১/১২/২০২১
শালিকটা জানালাতে এসে বসল, তারপর আমার বিছানাতে, আমার স্নাযুতে এখন খিল ধরেছে, চিন্তাতে ঘুণ.... আজ দেবেশ আসবেনা সকালেকাল রাতেই বলে গেছে, কা…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ: গদ্য কবিতা

শিরোনাম: চৈতালী এসো কাল

কলমে: প্রণব মাহাত

তারিখ: ১১/১২/২০২১


শালিকটা জানালাতে এসে বসল, তারপর আমার বিছানাতে, 

আমার স্নাযুতে এখন খিল ধরেছে, চিন্তাতে ঘুণ.... 

আজ দেবেশ আসবেনা সকালে

কাল রাতেই বলে গেছে, 

কানে শুনেছি, কিন্তু উত্তর দেওয়ার মুখতো বন্ধ

কথাগুলো আটকে যায় গলাতে, 

বাইরে বেরোতে চায়না কেন জানিনা, হয়তো ভয়ে। 

হাতটা টেনে তুলে শালিকটা তাড়াব,না উঠছে না, 

দুটোপা সজোরে নাড়াবার চেষ্টা করি, না তারাও স্থির, 

শালিকটা মজা করে এখন নাচছে আমার বুকের উপর

না দেবেশতো সকালে আসবে না! 


চৈতালী ফাঁকি দিয়েছে আমাকে আধা দিনে, 

কমলেশ লন্ডনে থাকে, 

চৈতালীর কোলে যখন কমল ফুটল

সেদিন ডানহাতের তর্জনীটা ধরেছিল কমল আমার, 

বুকের মধ্যে খুশির বন্যা বয়েছিল সেদিন, 

মনে হয়েছিল.... 

শেষ বয়সের শক্ত অবলম্বন পেলাম... 

আজ কমল আমেরিকা থেকে লন্ডন, লন্ডন থেকে রাশিয়া! 

সুখে থাকুক ওরা..... 


শালিকটা এবার আমরা মুখের কাছাকাছি, 

না মরচে পড়া স্মৃতিতে শান দিতে দেবে না বেহায়া শালিকটা... 

আজ হাত পা স্তব্ধ! 

যে পায়ে শত শত গোল করেছি, এখন তারা স্থির, 

হাততালির বন্যা এখনও কানে বাজে! 

না, সে সব থাক, কি হবে ভেবে.... 

আজ শালিক তাড়ানোর জো নেই! 

সাতাশিতে আর বাসি যৌবনের স্মৃতি না ভাবায় ভাল। 


বিছানায় পড়ে থাকা উচ্ছিষ্ট মুড়ি খেয়ে শালিকটা পালিয়েছে এখন, 

না, এখনও দেবেশ আসেনি.... 

চৈতালী এসেছে আজ মনের ঘরে, ফাগুনের স্নিগ্ধ সকালে, 

তার উষ্ণতার পরশ পাচ্ছি এখন গালে... 

হাতদুটো ধরেছে শক্ত করে,আজও

নিয়ে যাবে বলে..... 

দেবেশ এল, খট খট পায়ের আওয়াজ, 

চৈতালী আবার চলে গেল আমাকে ফেলে! 

শুরু হলো রোজনামচা... 

চৈতালী তুমি কিন্তু এসো কাল, 

নিয়ে যেও সঙ্গে তোমার..... 

         ______________________

( স্বত্ব সংরক্ষিত)