Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা : নিশ্চুপ রক্ত মাখে কলমে : শক্তিপদ ঘোষতারিখ : ২৮ , ১২ , ২০২১
যত দেখি ঢাকে ঢোলে আলোকে--তত দেখি অন্ধকার ,তোমার আগুনে দু'চোখ জ্বলছে দেখি আঁধার- গভীরে ;পায়ে আমার শৃঙ্খল--মাথায় গল্পের সম্ভার…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা : নিশ্চুপ রক্ত মাখে 

কলমে : শক্তিপদ ঘোষ

তারিখ : ২৮ , ১২ , ২০২১


যত দেখি ঢাকে ঢোলে আলোকে--তত দেখি অন্ধকার ,

তোমার আগুনে দু'চোখ জ্বলছে দেখি আঁধার- গভীরে ;

পায়ে আমার শৃঙ্খল--মাথায় গল্পের সম্ভার ,

শুনি তোমার করাল হাসি সেই দুর্ভেদ্য তিমিরে ।


মেঘের অন্তরালে নির্ঘোষে যে বজ্রবীণা--তাও ,

তোমার সে'দখিন হাতের উদ্ধত কৃপাণে বাজে ;

দেখি শিশিরভেজা সেই তেমন শিউলি-সকালটাও

যূপতলে ভেজা লাল মাটিতে নিশ্চুপ রক্ত মাখে ।


তোমার আগুনে চোখ আগুন লাগায় আমার ডানায় ,

আকাশে ওড়ার ইচ্ছে আমার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে ;

এ'বেড়াটুকু ভাঙতে উঠনের--নিদারুণ নিরুপায় ,

রাক্ষসে নখদন্ত তোমার--সবখানে বাদ সাধে ।


যেমন খুশি তেমন বলব--তোমার অভিধানে তা' নাই ,

বানানো ভয়াল গল্পের ঝড়ে--ঝরে যায় ফুলকুঁড়ি ;

গান যা গাইবার--তোমার বাঁধা স্বরলিপি ধরে গাই ;

মরে সুগন্ধ কুসুমের--মরু-ঘূর্ণিতে ঘুরি' ঘুরি' ।


আমার বলায়--আমার চলায়--তোমার ছন্দ বাজে ,

তুমি কাঙাল--আমি কাঙাল--মাঝে দু'য়ে মিলে ভাই ভাই ;

ছন্দহারা কবি আমি--অক্ষম অখ্যাত সমাজে ,

শুধু বাঁচার জন্যে--তুমিও গাও--আমিও গান গাই ।


তাই আমি আছি বলে তুমি আছো--না থাকলে এই আমি ,

তুমিও নিশ্চিত থাকবে না--জানি স্থির--জানি হে জানি ।

--------------------------------------------------------------------