Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন লুকোচুরি খেলা জীবন।-------------------------------✍🏻জীৎসোমা।
বছর দশেক পর দেখলাম তোমায়,দেখেই চিনেছিলাম।কাঁধে অফিস ব্যাগ, চোখে চশমা, মাথায় কাঁচা পাকা চুল,খানিক এলোমেলো‌।এদিক ওদিক চাইছিলে আমারই মতো। আমাকেই কি …

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

লুকোচুরি খেলা জীবন।

-------------------------------

✍🏻জীৎসোমা।


বছর দশেক পর দেখলাম তোমায়,

দেখেই চিনেছিলাম।

কাঁধে অফিস ব্যাগ, চোখে চশমা, মাথায় কাঁচা পাকা চুল,খানিক এলোমেলো‌।

এদিক ওদিক চাইছিলে আমারই মতো। 

আমাকেই কি খুঁজছিলে?

কি অদ্ভুত! একই শহরে থাকি আমরা,

অথচ দশ দশটা বছর লেগে গেল তোমার দেখা পেতে।

আমরা খুব লুকোচুরি খেলতাম আর তারই প্রমাণ দিয়ে চলেছি অবিরাম,

এতদিন পর তোমায় দেখে কই আইস পাইস বলে জড়িয়ে ধরতে পারলামনা তো।

খুব জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছিল, এখনও কি হঠাৎ করে পেছন থেকে জড়িয়ে ধরার অভ্যেসটা আছে? 

তোমায় কখনও রাগ প্রকাশ করতে দেখিনি, এখনও কি রাগ হলে অন্য দিকে চেয়ে থাকো?

সেই বাড়িটাতেই থাকো? 

বাড়িটায় অনেক বড়ো বড়ো জানলা আছে যেখান দিয়ে আকাশ দেখা যায়। 

তুমি আর আমি ঐ জানলায় বসে বসে কত স্বপ্ন দেখেছি।

জানালাগুলো হয়ত একই আছে।

হয়ত তার গায়ের রঙ নতুন হয়েছে, হয়ত এখনও জানলা দিয়ে পুরোনো আকাশটা দেখা যায়,

জানলায় দাঁড়িয়ে স্বপ্ন কি আজও বোনো তুমি?

স্বপ্নগুলো মনে হয় বদলায়নি তোমার,তবে সঙ্গের মানুষটা বদলে গেছে। 

যুগ যুগ ধরে এই তো হয়ে চলেছে, আকাশ, স্বপ্ন একই থাকে শুধু পাশের মানুষটা বদলে যায়। 

একদিন পাশের তুমিটা ছিল খুব চেনা, হয়ত ছিলে সব থেকে বড় আপন,কাছের মানুষ।

আজ তুমি অন্য কারো পাশের খুব চেনা, বড় আপন,কাছের মানুষ। 

আজ যদি হঠাৎ তোমায় ছুঁয়ে ধাপ্পা বলতাম তাহলে কি সেই রকমই হাসতে? জড়িয়ে ধরতে?


জীৎসোমা।