Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#কবিতা_রসের_সাগর     #লেখা_মালবিকা_পাণ্ডা      তারিখ: ১৩/১২/২০২১
এবড়ো খেবড়ো শরীরে তোর , রস তো ভারী মিষ্ট , হেঁসোর আঘাত খেতে তোর , হয় যে ভারী কষ্ট ! 
শিউলি এসে শরীর বেয়ে , উঠে পড়ে মাথায় ,কানটি ধরে হেঁসো দিয়ে , চুলকে করে ছাট…

 


#কবিতা_রসের_সাগর

     #লেখা_মালবিকা_পাণ্ডা

      তারিখ: ১৩/১২/২০২১


এবড়ো খেবড়ো শরীরে তোর , রস তো ভারী মিষ্ট , 

হেঁসোর আঘাত খেতে তোর , হয় যে ভারী কষ্ট ! 


শিউলি এসে শরীর বেয়ে , উঠে পড়ে মাথায় ,

কানটি ধরে হেঁসো দিয়ে , চুলকে করে ছাটাই । 


ছাল চামড়া তুলে দিয়ে , মারে একটা বাড়ি,

মুখেতে দেয় বাঁশের নল , নাকেতে দেয় হাঁড়ি ।


ফোঁটা ফোঁটা ঝরে রস , শরীর বেয়ে তোর,

কচি-বুড়ো নেত্ত করে , কখন হবে ভোর !


বিন্দু বিন্দু করে জমে , সিন্ধু সম হাড়ি ,

সদ্য সদ্য তুই যে মিষ্ট , সময় গেলেই তাড়ি ! 


"সব খানেতে আছি আমি , কেমন বুকের পাটা !"

পিঠে-পুলি-পায়েস-মিষ্টি , কিংবা পাটিসাপটা ।


আমি শুধু রস নই গো , আমি রসের সাগর ! 

কোথায় গেলে পাবে এমন , মিষ্টি-মধুর আকর !