Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন #বিভাগ_গদ্যকবিতা#শিরোনাম_অপমান_লাগে#কলমে_অসীম_মজুমদার#তারিখ_১৫_১২_২১
যে শিশুটিকে অবৈধ তকমায় রাস্তায় ফেলে দিয়ে গেছে উন্মত্ত রাতের ভালোবাসাতাকে আমি সন্তান বলে বুকে টেনে নেই,আমার অপমান লাগে না।
যে বৃদ্ধা ভিখারি…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

#বিভাগ_গদ্যকবিতা

#শিরোনাম_অপমান_লাগে

#কলমে_অসীম_মজুমদার

#তারিখ_১৫_১২_২১


যে শিশুটিকে অবৈধ তকমায় 

রাস্তায় ফেলে দিয়ে গেছে উন্মত্ত রাতের ভালোবাসা

তাকে আমি সন্তান বলে বুকে টেনে নেই,

আমার অপমান লাগে না।


যে বৃদ্ধা ভিখারিনী ভিক্ষা করে

তিন সন্তানকে সুশিক্ষিত ভাবে গড়ে তোলার পরও, 

তাকে আমি মাসি বলে যৎসামান্য হাতে দেই

আমার অপমান লাগে না।


যে বিজাতীয় স্বল্প পরিচিত রাত একটায়

প্রিয়জনের জন্য রক্তের সন্ধানে ব্লাডব্যাঙ্কে রক্ত খোঁজে

তাকে আমি ভাই বলে রক্তদান করতে চাই

আমার অপমান লাগে না।


যে ছোটবেলার বন্ধুটি হতাশায়, মাঝরাতে 

দেশী মদ গিলে রাস্তায় মাথা ফাটিয়ে বেহুঁশ হয়ে থাকে

তাকে আমি শুশ্রুষা করে বাড়ি পৌঁছে দেই

আমার অপমান লাগে না।


যে অচেনা লোকটি হঠাৎ অসুস্থ হয়ে

ব্যস্ত অমানবিকতায় পড়ে থাকে ফুটপাতের ধুলোয়

তাকে আমি সুস্থতার সন্ধান দিতে এগিয়ে যাই

আমার অপমান লাগে না।


মানুষ হিসাবে যারা সব এড়িয়ে চলে

সামর্থ্য থাকলেও সহযোগিতার হাত বাড়ায় না,

তারা যখন আমায় বন্ধু বলে, সম্পর্কে জড়ায়

আমার অপমান লাগে, বড় বেশি অপমান লাগে।