Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৩১ জানুয়ারি পর্যন্ত বাড়লো বিধি নিষেধের মেয়াদ

দেবাঞ্জন দাসবিয়ে বাড়ীতে ২০০ ; করা যাবে মেলা- মানতে হবে কোভিড বিধি।  ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়লো বিধি নিষেধের মেয়াদ ।রাজ্যে চলতি বিধিনিষেধের সময়সীমা বাড়ালো রাজ্য সরকার। করোনা এবং তার নতুন ভ্যারিয়েন্ট  ওমিক্রণের প্রভাব বেড়ে …

 


দেবাঞ্জন দাস

বিয়ে বাড়ীতে ২০০ ; করা যাবে মেলা- মানতে হবে কোভিড বিধি।  ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়লো বিধি নিষেধের মেয়াদ ।

রাজ্যে চলতি বিধিনিষেধের সময়সীমা বাড়ালো রাজ্য সরকার। করোনা এবং তার নতুন ভ্যারিয়েন্ট  ওমিক্রণের প্রভাব বেড়ে যাওয়ার ফলে চলতি মাসের প্রথম দিকে করোনা বিধি-নিষেধ জারি করে রাজ্য সরকার। সেই বিধি-নিষেধ শেষ দিন ছিল ১৫ ই জানুয়ারি। কিন্তু নবান্নের তরফ থেকে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী সেই বিধিনিষেধের সময়সীমা বাড়লো আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। 

তবে সদ্য প্রকাশিত নির্দেশিকা কিছু ছাড় ঘোষণা করা হয়েছে।

পূর্ব প্রকাশিত নির্দেশিকায় বিয়ে বাড়িতে সর্বাধিক ৫০ জনের বেশি এক সময় উপস্থিত থাকতে পারতেন, কিন্তু নতুন নির্দেশিকা অনুযায়ী এক সময় সর্বাধিক ২০০ জন আমন্ত্রিত ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন অথবা যে স্থানে অনুষ্ঠান হচ্ছে সেখানকার মোট বসার জায়গার ৫০% মানুষ উপস্থিত থাকতে পারবেন।

এছাড়া মেলা করার ক্ষেত্রেও ছাড় দেওয়া রয়েছে এই নির্দেশিকায়। তবে সে ক্ষেত্রে অবশ্যই মানতে হবে করোনা বিধি।

রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বাইরে বেরোনো যাবেনা। ছাড় শুধু জরুরী পরিষেবায়। 

পূর্ব প্রকাশিত নির্দেশিকায় অনুযায়ী বাকি সব বিধি  বহাল থাকবে।