Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোনা বিধি মেনে কোলাঘাটে আয়োজন হয়েছে পুষ্প প্রদর্শনী

নিজস্ব সংবাদদাতা, তমলুক: পাঁশকুড়া কোলাঘাট মানে ফুলচাষিদের আঁতুড়ঘর। তাই করণা স্বাস্থ্যবিধি কে মান্যতা দিয়ে গ্রামের প্রান্তিক এই সকল ফুল চাষীদের প্রতি সম্মান জানিয়ে কোলাঘাটের রূপনারানের পাড়ে আয়োজন করা হল পুষ্প প্রদর্শনী। আর এ…

 




নিজস্ব সংবাদদাতা, তমলুক: পাঁশকুড়া কোলাঘাট মানে ফুলচাষিদের আঁতুড়ঘর। তাই করণা স্বাস্থ্যবিধি কে মান্যতা দিয়ে গ্রামের প্রান্তিক এই সকল ফুল চাষীদের প্রতি সম্মান জানিয়ে কোলাঘাটের রূপনারানের পাড়ে আয়োজন করা হল পুষ্প প্রদর্শনী। আর এই ফুলের সমারোহ থেকেই সুরক্ষাবিধির বার্তা দিল কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

কোলাঘাট মানেই ফুলের হাট। রাজ‍্যের মধ্যে ফুল চাষে কোলাঘাটের উল্লেখযোগ্য স্থান রয়েছে। কিন্তু অসময়ের প্রাকৃতিক দূর্যোগ ও মহামারির গ্রাসে ফুলচাষিরা বিপর্যয় ও অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখিন। এরমধ‍্যেও প্রকৃতির অমোঘ নিয়মে ফুল ফুটেছে কোলাঘাট ও পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে। পাপড়ি মেলেছে ক‍্যামেলিয়া, স্নোবল, ডালিয়া, গাঁদা, বৈচিত্র্যময় চন্দ্রমল্লিকা থেকে বাহারি গোলাপ সহ আরো সব শীত মরসুমের অতিথির দল। হরেক রঙের রকমারি ফুলের পসরা নিয়ে কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রূপনারানের পারে নতুন বাজার এলাকায় নৈসর্গিক পরিবেশে গড়ে তোলা হয়েছে ফুলের সমারোহ। তবে সম্প্রচার মূলক এই পুষ্প প্রদর্শনী টি বাড়িতে বসেই দেখার আহ্বান জানানো হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে।রবিবার শীতের ভোরে যার উদ্বোধন করা হয়। যেখানে গোষ্টপদ বেরা, অজীত মাইতি , স্বপন মাজী, শ‍্যামল আদক, কিশোরী মন্ডল, শুভেন্দু ভৌমিক সহ অংশগ্রহণ কারি ফুলচাষি ও পুষ্পপ্রেমী মালিদের সম্বর্ধনা দিয়ে সম্মানিত করা হয়। প্রবেশ মুখে, প্রদর্শনী প্রাঙ্গনে এবং ফুলের টবে টবে ব‍্যানার, প্লাকার্ড, ছোট বড় ক‍্যাপসনের মধ‍্যমে তুলে ধরা হয়েছে মহামারি প্রতিরোধে ও সুরক্ষাবিধি মান‍্যতার নানা বার্তা। স্বাস্থ‍্যবিধি মান‍্যতায় প্রচারপত্র, মাস্ক বিতরন করা হচ্ছে। 

সম্প্রচারমূলক এই পুষ্পপ্রদর্শনী বাড়িতে বসে দেখার আবেদন করা হয়েছে। তবুও অতি উৎসাহী যারা আসছেন, তাদের জন‍্য কেবল দুপুর দুটো থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রদর্শনী ক্ষেত্রটি খুলে রাখার বন্দোবস্ত করা হয়েছে।পুষ্পপ্রেমী শ‍্যামল আদক বলেন, "কোলাঘাট ফুলের জন‍্য বিখ‍্যাত। তাই ফুলচাষিদের উৎসাহ দিতে এবং যারা ফুল ভালোবাসেন তাদের কথা ভেবেই এই আয়োজন। তবে তা যেমন হয়েছে সুরক্ষাবিধির মোড়কে, তেমনি এই ফুলের সমারোহের মধ্যেই মানুষের উদ‍্যেশ‍্যে স্বাস্থবিধি সহ সচেতনতার বার্তা দেওয়া হয়েছে"।