Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঘাস কাটতে কাটতে অসাবধানতাবশত ভারতীয় সীমান্তে প্রবেশ বাংলাদেশি ছেলে, বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

দেবাঞ্জন দাস
গত ১৯ জানুয়ারী ১৪১ তম ব্যাটালিয়ন সীমা চৌকি মধুগিরির কর্তব্যরত জওয়ানরা নিজেদের এলাকা থেকে একজন বাংলাদেশী ছেলেকে আটক করেছে। গ্রেফতারকৃত বাংলাদেশী নাগরিকের পরিচয় মহম্মদ লিখন আলী (বয়স ১৩ বছর), পিতা মহম্মদ …

 



দেবাঞ্জন দাস

গত ১৯ জানুয়ারী ১৪১ তম ব্যাটালিয়ন সীমা চৌকি মধুগিরির কর্তব্যরত জওয়ানরা নিজেদের এলাকা থেকে একজন বাংলাদেশী ছেলেকে আটক করেছে। গ্রেফতারকৃত বাংলাদেশী নাগরিকের পরিচয় মহম্মদ লিখন আলী (বয়স ১৩ বছর), পিতা মহম্মদ সালাম, গ্রাম- মুহাম্মদপুর, পোস্ট- ইনসাফনগর থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া (বাংলাদেশ)।


 গ্রেফতারকৃত বাংলাদেশী ছেলেটি জানায় সে দরিদ্র পরিবারের সদস্য এবং সে তার গবাদি পশুর জন্য ঘাস কাটতে এসে অজান্তে ভারতীয় সীমান্তে প্রবেশ করে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছে ।


 গ্রেফতারকৃত বাংলাদেশী ছেলেকে পতাকা বৈঠকের পর শুভেচ্ছা বার্তা হিসেবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।


 বিএসএফ জনসংযোগ আধিকারিক বলেছেন যে আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশের পাশাপাশি, আমাদের জওয়ানরা যে কোনও উপায়ে সীমান্ত পার হওয়া লোকদের উপর কড়া নজর রাখে। গ্রেফতারকৃত বাংলাদেশী নাগরিককে জিজ্ঞাসাবাদের পর সদিচ্ছা হিসেবে বিজিবি, বাংলাদেশের কাছে নিরাপদে হস্তান্তর করেছে বিএসএফ।