Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন।বিভাগ - গদ্য কবিতা।শিরোনাম - অভ্যন্তরে।কবি -  অরিজিতা ঘোষ।তারিখ - ২৮.০১.২০২২.
ছুটে চলা জানা অজানা পথের মাঝ দিয়ে।হাঁটতে চাওয়া সেই পথে যে পথ চিনেও চাই না চিনতে।।হয়তো নিভৃতে লুকিয়ে আছে এর কারণ।বা হয়তো লুকিয়ে…

 


সৃষ্টি সাহিত্য যাপন।

বিভাগ - গদ্য কবিতা।

শিরোনাম - অভ্যন্তরে।

কবি -  অরিজিতা ঘোষ।

তারিখ - ২৮.০১.২০২২.


ছুটে চলা জানা অজানা পথের মাঝ দিয়ে।

হাঁটতে চাওয়া সেই পথে যে পথ চিনেও চাই না চিনতে।।

হয়তো নিভৃতে লুকিয়ে আছে এর কারণ।

বা হয়তো লুকিয়ে আছে সেই সত্যতা,যাকে দেখতে চায়না মনের চোখ।।

এই মনই যত নষ্টের গোড়া।

যার গোলক ধাঁধায় হারিয়ে যায় সব সত্যতা।

হারিয়ে যায় সব সত্য মিথ্যার হিসাব।।

হারায় না শুধু সেই পথ যে পথে থাকে মনের শুপ্ত আখাঙ্খার প্রতিচ্ছবি।

এই প্রতিচ্ছবি যেন এক মরীচিকা।

যে মরীচিকা কে ধরা যায় না কখনোই,শুধুই হয় অনুভব।।

তবুও সেই স্পর্শ,সেই একবার দেখার টানে হাঁটা সেই পথেই।

যে পথের শেষে আছে নিঃস্ব হয়ে ফিরে আসার করুন অনুভূতি।।

হয়তো এটাই প্রাপ্য,বা হয়তো মরীচিকা কে হাতের মুঠোয় ধরতে চাওয়ায় রক্তাক্ত হাত।

কিন্তু এই রক্তাক্ত হাত,রক্তাক্ত পায়ে শুধুই থাকে রক্তের চিহ্ন।

থাকে না কোনো অনুভব,কারণ অনুভব তো হারিয়েছে সেই পথেরই গোলকধাঁধায়।।

এটাই বাস্তব,তবু এই বাস্তবতাকে চায় না মন মানতে।

মন শুধু চায় মনের পথে চলতে।

তাতে নাই বা আসুক পরিণতি, নাই হলো পাওয়া।

তবু তো রইলো তার গন্ধ,রইলো ফেলে যাওয়া পায়ের চিহ্ন।।

---------------*------------