Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনথাকবো পাশে*****************পুরাতন বছর বিদায়ী উৎসব সবাই করি,নতুন বছর আগমনে নানাভাবে নিজেদেরমাতিয়ে রাখি আনন্দের মাঝে।রাতভোর হোটেল রেস্তারাঁয় নাচ গান নানারকমখাওয়া নিয়ন আলোয় ঝলমলে রাত,কেউ নতুন পোষাকে সান্তা ক্…

 


সৃষ্টি সাহিত্য যাপন

থাকবো পাশে

*****************

পুরাতন বছর বিদায়ী উৎসব সবাই করি,

নতুন বছর আগমনে নানাভাবে নিজেদের

মাতিয়ে রাখি আনন্দের মাঝে।

রাতভোর হোটেল রেস্তারাঁয় নাচ গান নানারকম

খাওয়া নিয়ন আলোয় ঝলমলে রাত,

কেউ নতুন পোষাকে সান্তা ক্লজ সেজে বিভিন্ন

উপহার বিলি করে ঘুরে ঘুরে।

বিলাসিতায় গা ভাসিয়ে উৎসব মুখরিত শহর,

এমন কিছু না কিছু উৎসব চলে সারাবছর।

এই সমাজে একদল মানুষ টাকা নিয়ে বিলাসিতায়

বছর ভোর খুশীর জোয়ারে গা ভাসায়।

অথচ এই সমাজেই অন্য একদল মানুষ ওই রাস্তায়

ঝুপড়িতে সারাবছর আধপেটা খেয়ে বা কোনোদিন না

খেয়েই অন্ধকারে জীবন কাটায়।

ঠান্ডার রাত,  বর্ষার বৃষ্টি , প্রখর দাবদাহ কষ্ট করে,

জীবনের সঙ্গে লড়াই করে চলেছে বছরের পর বছর,

এই একই শহরের বুকের মাঝে।

এটাই বুঝি বিধির বিধান আর বিধাতার লিখন,

আমরা কি সবাই আমাদের এই উৎসবের মরসুমে

তাদের পাশে থেকে এই আনন্দের মুহুর্ত ভাগ করে নিয়ে চলতে পারি না।

একটু পোষাক একটু খাবার দিয়ে তাদেরও মুখে হাসি ফোটাতে পারিনা,

সান্তা ক্লজ সেজে যাদের আছে তাদের না দিয়ে এইসব অসহায় শিশুদেরকে দিয়ে খুশি রাখি।

নানা শপথ করি নানা সময় আমরা আজ নাহয় 

বছরের শুরুতে শপথ করি সাধ্য মতো থাকবো পাশে

ওই যারা থাকে রাস্তার ধারে।


   জয়ীতা মিত্র

 ২/১/২০২২