Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা-প্রজাতন্ত্র****************কলমে -নন্দিতা ধর  নট্ট ।***********************দিনটি  সব দিনের মতো নয়                       স্বতন্ত্র।সার্বভৌম দিন পালিত                       প্রজাতন্ত্র ।স্বাধীন আমি স্বাধীন তুমিস্বাধীন দেশবাসী …

 


কবিতা-প্রজাতন্ত্র

****************

কলমে -নন্দিতা ধর  নট্ট ।

***********************

দিনটি  সব দিনের মতো নয়

                       স্বতন্ত্র।

সার্বভৌম দিন পালিত 

                      প্রজাতন্ত্র ।

স্বাধীন আমি স্বাধীন তুমি

স্বাধীন দেশবাসী ।

এই স্বাধীনতা আনতে গিয়ে

বলী  গিয়েছে কত হাসি ।

কত মায়ের চোখের জল

কত কোল হয়েছে খালি ।

বীরঙ্গনা নারী আর নর বীর

আত্মত‍্যাগে গেছে চলি ।

ভয় কি মরনে রাখিতে সন্তানে

গেয়েছেন কবি মুকুন্দ ।

বাঁচাতে সন্তানে মেতেছেন মাতঙ্গি না রেখে দ্বিধা-দন্দ্ব।

রক্ত দান চেয়ে বীর বাঙ্গালী 

তিনি আমাদের নেতাজী ।

পরাধীনতার শেকলে রইতে

স্বাধীনতা না এনে দিলে আজি,

বিনয় বাদল দিনেশ কানাই

বিপ্লবী বীর ক্ষুদিরাম

রক্তক্ষয়ী ইতিহাস সব-

বিসর্জিত প্রাণ অবিরাম।

আত্মত‍্যাগে গড়া এই দেশ

     পুণ্যভূমি  ভারত!

প্রার্থনা করি বলীয়ান হও

গৌরবে হও মহৎ ।

ধ্বংস করো না সভ‍্য সমাজ

লজ্জা করো না হরন......

জয়ধ্বনি দাও তাদের নামে

নত মস্তকে করো স্মরণ ।