Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

"আঁধারের ফল" ***************************সৃষ্টি সাহিত্য যাপন।গাজী লিয়াকত আলী।শিরোনাম-"আঁধারের ফল"তারিখ-২-১-২২।
দিবসের আলোক হলে অবসাননিশির আঁধারের হয় আগমণ।উপভোগ করবে স্রষ্টার এ নিয়মধরার সকল জীব আমরণ।
মানব সমাজ আলো…

 


"আঁধারের ফল"

 ***************************

সৃষ্টি সাহিত্য যাপন।

গাজী লিয়াকত আলী।

শিরোনাম-"আঁধারের ফল"

তারিখ-২-১-২২।


দিবসের আলোক হলে অবসান

নিশির আঁধারের হয় আগমণ।

উপভোগ করবে স্রষ্টার এ নিয়ম

ধরার সকল জীব আমরণ।


মানব সমাজ আলোকের ভক্ত

আঁধারে তাদের যত ভীতি।

সবই হলো প্রভুর নিয়ামত

কেবল সব পালাবদলের রীতি।


আলোক আর আঁধারের সমারোহে

মানবের কর্ম তালিকা হয় নির্ধারণ।

আলোকের কর্মের যত ক্লান্তি

আঁধারের বিশ্রামে হয় অপসারণ।


নিশির আঁধারে হেটে যে জন

ফরজ নামাযে হয় সমাবেত।

বিচার দিনে সর্বক্ষেত্রে তার

সব আঁধার হয়ে যাবে দূরীভূত।


আলোক আঁধারের সর্ব নিয়ম

মহান রবের অসীম রহমত।

তাইতো প্রভুর সকল কর্মে

বিশ্বাসীদের থাকে সদা সহমত।

                      ---

লক্ষীপুর,ঝিকরগাছা,যশোর।

০১৭২৮১২৫৬৫১।