Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রাণ হাতে নিয়ে সেতু পার, সংস্কারের দাবি

নিজস্ব সংবাদদাতা, তমলুক: গুরুত্বপূর্ণ খালের উপর দীর্ঘদিনের পুরানো জীর্ণসার কাঠের সেতু। যার অধিকাংশটাই আবার খালের উপর ঝুলছে। আর তার ওপর দিয়েই কোনরকমে প্রাণ হাতে নিত্যদিন যাতায়াত এলাকার কয়েক হাজার বাসিন্দাদের। প্রতিনিয়তই ঘটে চল…

 


নিজস্ব সংবাদদাতা, তমলুক: গুরুত্বপূর্ণ খালের উপর দীর্ঘদিনের পুরানো জীর্ণসার কাঠের সেতু। যার অধিকাংশটাই আবার খালের উপর ঝুলছে। আর তার ওপর দিয়েই কোনরকমে প্রাণ হাতে নিত্যদিন যাতায়াত এলাকার কয়েক হাজার বাসিন্দাদের। প্রতিনিয়তই ঘটে চলেছে দুর্ঘটনা। স্বাভাবিকভাবেই মরণ ফাঁদে পরিণত হওয়া প্রাচীন এই কাঠের সেতুটি সংস্কারের দাবিতে এবার সরব হলেন কোলাঘাটের বাসিন্দারা।

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত দেরিয়াচকের হীরাপুর গ্রাম। আর এই গ্রামের সোয়াদিঘি খালের উপরে দেরিয়াচক পুলতলা কাঠের সেতুটি প্রায় বেশ কয়েক বছর ধরে একেবারেই প্রায় ভগ্ন হয়ে পড়েছে। কিন্তু তার ওপর দিয়েই নিরুপায় হয়ে চলছে আশপাশের প্রায় পাঁচটি গ্রামের কয়েক হাজার বাসিন্দাদের নিত্যদিনের যাতায়াত। কারণ এই এলাকাতেই দুইটি হাইস্কুল সহ রয়েছে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ফলে প্রতিদিন প্রায় হাজারখনেক

 ছাত্র-ছাত্রীকে এই নড়বড়ে কাঠের সেতুর ওপর দিয়ে পারাপার করতে হয়। আর তা করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পরিস্থিতি এমনই যে, বর্তমানে এই কাঠের সেতুটি পারাপার করতে গিয়ে যেকোনো মুহূর্তে আরো বড়সড় কোন দুর্ঘটনার শিকার হতে পারেন এলাকার বাসিন্দারা। রয়েছে প্রাণহানির সংশয়ও। তাই অবিলম্বে সেতুটির সংস্কারের দাবি তুলে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই কাঠের সেতু দিয়ে প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ এর যাতায়াত। ফলে প্রায় প্রত্যেকদিনই ছোট বড়ো দূর্ঘটনা লেগেই থাকে। তাই বিষয়টি সুষ্ঠু সমাধানের স্থানীয় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, বিডিও, জেলা পরিষদ সহ বিভিন্ন প্রশাসনিক স্তরে জানিয়েও কোন সুরাহা হয়নি। অভিযোগ, একাধিকবার প্রশাসনিক সর্বোচ্চ স্তরে বিষয়টি জানিয়ে কেবলমাত্র সয়েল টেস্ট আর প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই হয়নি। তাই অত্যন্ত বেহাল এই সেতুটি যে কোনো মহুর্তে হুড় মুড়িয়ে খালের ওপারে ভেঙে পড়লে প্রাণ হানির ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। এলাকার বাসিন্দা ফারুক খান, আনোয়ারা বেগমরা অভিযোগ করে বলেন, বহু পুরানো এই কাঠের সেতুর উপর দিয়ে পারাপারের সময় প্রায়শই কেঁপে উঠছে। কিন্তু কোন রকমের উপায় না থাকায় তার উপর দিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে পারাপর করতে হচ্ছে সকলকে। কিন্তু মানুষের সুবিধার্থে সরকার এখনো অবধি কোন রকম ভাবে পদক্ষেপ নিচ্ছে না। কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না জানান, শুধু এই এলাকার একটি সেতু নয়। নিকাশি খালের ওপর এমন আরও বেশ কয়েকটি জরাজীর্ণ কাঠের সেতু রয়েছে। যেগুলি খুবই দ্রুত সংস্কার হওয়ার প্রয়োজন। বিষয়টি নিয়ে তাই ইতিমধ্যেই ব্যক্তিগত উদ্যোগেও জেলা প্রশাসনের কাছে আমরা দরবার করে এসেছি। এলাকার মানুষজন কে সুরক্ষা দিতে এই এলাকায় একটি কংক্রিটের সেতু নির্মাণের দাবি জানিয়ে সরকারের কাছে সমস্ত কিছু পাঠানো হয়েছে। আশা করা যায় দ্বিতীয় ফেজে ওই সেতুটি পূর্ণাঙ্গ নির্মাণ সম্ভব হবে।