Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম : স্বামী বিবেকানন্দ লহ প্রণামকলমে : কেয়া চক্রবর্তীতারিখ : ১২.০১.২২
গেরুয়া বসনধারী তুমি সন্ন্যাসী মহাবীর,বিশ্বধর্মমহাসভায় ভারতবাসীর উচ্চ করলে শির,যুবসমাজকে উদ্দীপ্ত করেছিল তোমার বাণী,আজকে তোমার অভাব প্রতি…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম : স্বামী বিবেকানন্দ লহ প্রণাম

কলমে : কেয়া চক্রবর্তী

তারিখ : ১২.০১.২২


গেরুয়া বসনধারী তুমি সন্ন্যাসী মহাবীর,

বিশ্বধর্মমহাসভায় ভারতবাসীর উচ্চ করলে শির,

যুবসমাজকে উদ্দীপ্ত করেছিল তোমার বাণী,

আজকে তোমার অভাব প্রতিপলে আমরা মানি,

জন্ম তোমার সিমলাপল্লীতে আদি নাম নরেন্দ্রনাথ,

অগতির গতি তুমি অনাথের তুমি নাথ।।

অকুতোভয় ছিলে তুমি, দীপ্ত তোমার নয়ন,

তোমায় জানাই আমার শ্রদ্ধা চুমি তোমার চরণ।।

অন্ধকারে তোমার বাণী দেখায় নবদিশার আলো,

কবিগুরু গেছেন বলে, "তোমার মাঝে সবই কেবল ভালো"

উচ্চ, নীচ, মূর্খ, চণ্ডাল সবাইকে তুমি বসিয়েছিলে এক আসনে,

জীবের সেবা করেছিলে তুমি শিবজ্ঞানে।।

স্থাপনা করেছিলে "রামকৃষ্ণ মঠ ও মিশন, সেবাপ্রতিষ্ঠান"

দেশ, ও জাতির সেবাই যাদের ধ্যান এবং জ্ঞান।।

তোমার দেয়া শিক্ষাই আমাদের এগিয়ে চলার শক্তি,

গুরুর প্রতি ছিল তোমার অসীম ভক্তি,

অক্ষরে অক্ষরে পালন করেছিলে গুরুর বাণী,

সারদা মাকে মেনেছিলে সাক্ষাৎ জগতজননী,

এলিজাবেথ নোবেল গ্রহণ করেন তোমার শিষ্যত্ব 

ভারতবাসীর সেবায় করেছিলেন নিজেকে নিয়োজিত,

জন্ম তোমার আজকের দিনে, বীরেশ্বর তুমি বিবেকানন্দ,

হৃদাসনে বিরাজিত তুমি তোমায় নিয়ে নাই কোনোই ধন্দ।।

তোমার দেখানো পথে চলে পাই যেন শান্তি,

কৃপা করো আজীবন যেন থাকে তোমার পরে অসীম ভক্তি।।

দেশবাসী সদাই স্মরণ করবে তোমার নাম,

আজকের দিনে জানাই তোমায় আমার সশ্রদ্ধ প্রণাম।।


©কেয়া চক্রবর্তী®