Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনগদ্য কবিতা ফিরে দেখাচিত্তরঞ্জন সাঁতরাতাং ১২/০১/২০২২
এস আমরা উদযাপন করি--কিছু স্মৃতিকুড়িয়ে নতুন করে-----দুচোখের চোখাচোখিতে গভীর বাসনায়--যৌবনের গন্ধ মেখে---সেদিনের প্রথমভা লো লা গা।///////
এস আমরা উৎসব করি --কিছ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

গদ্য কবিতা 

ফিরে দেখা

চিত্তরঞ্জন সাঁতরা

তাং ১২/০১/২০২২


এস আমরা উদযাপন করি--কিছু স্মৃতি

কুড়িয়ে নতুন করে-----

দুচোখের চোখাচোখিতে গভীর বাসনায়--

যৌবনের গন্ধ মেখে---সেদিনের প্রথম

ভা লো লা গা।///////


এস আমরা উৎসব করি --কিছু স্মৃতি জড়ো

করে নতুন রূপে----

চোখে চোখ রেখে প্রেম নিবেদন অব্যক্ত

ভাষায়---

হৃদয়ের ভরাট প্রেমে সেদিনের প্রথম 

প্রে মা লা প ।///////


এস আমরা পালন করি অতীতের বাতাস

নিয়ে পুনরায় নতুন করে----

হাতে হাত রেখে পথ চলা সুদূরে দিশেহারায়--

নীরবে নীরবে চোখের ভাষায়--সেদিনের

প্রথম কাছে পা ও য়া ।///////


এস আমরা আনন্দ করি কিছু স্মৃতি ফিরে

দেখা নতুন করে---

দুহাতের আলিঙ্গনে উষ্ণ শ্বাসে আবেগী মনে

সেদিনের প্রথম  জ ড়ি য়ে  ধ রা ।//////


এস আমরা বাৎসরিক পালন করি পুনরায়

নতুন রূপে স্মৃতি ছুঁয়ে--

সিঁথির খোলা মাঠে সিঁদুর খেলায় রাঙাতে

পুনরায়- কেড়ে নেওয়া অধিকারে সেদিনের

প্রথম ব ধূ  পা ও য়া ।////////