Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্বজুড়ে ভালোবাসা দিবস পালন হলেও সমগ্র ভারতবাসীর কাছে ব্ল্যাক ডে

নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর প্রকৃত প্রেমিক ও প্রেমিকার ভালোবাসা শুধূ ভালোবাসা দিবসে হয় না, এটি থাকে প্রতি মিনিট, প্রতি সপ্তাহ বা সারা বছর। ১৪’ই ফেব্রুয়ারি কে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে সারা পৃথিবীতে উৎযাপন করে। বিষেশত, এই …



নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর 

প্রকৃত প্রেমিক ও প্রেমিকার ভালোবাসা শুধূ ভালোবাসা দিবসে হয় না, এটি থাকে প্রতি মিনিট, প্রতি সপ্তাহ বা সারা বছর। ১৪’ই ফেব্রুয়ারি কে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে সারা পৃথিবীতে উৎযাপন করে। বিষেশত, এই দিনটিকে কেন্দ্র করে, প্রেমিক প্রেমিকা তার প্রিয় মনের মানুষটিকে গিফট, সেলিব্রেট, , মেসেজ, কবিতা, ছন্দ ইত্যাদির মাধ্যমে প্রিয় মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করে যা ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস নামে পরিচিত। ঠিক অন্যদিকে সারা ভারতবাসীর কাছে ব্ল্যাক ডে ৷ ২০১৯ সালে ১৪ই ফেব্রুয়ারী এমনদিনেই পুলওয়ামা দুর্ঘটনায় প্রায় ৪০ জন জওয়ানকে হারিয়েছে ভারতবাসী৷ আজ সারা ভারতবাসী শোক প্রকাশ করছে এমনই দুর্ঘটনায়৷ আর সেই বীর শহিদদের শ্রদ্ধা জানাতে আজ সন্ধ্যায় নরঘাটের কয়েকজন যুবকরা মিলে উৎযাপন করল ব্ল্যাক ডে৷ মোমবাতি প্রজ্জ্বলন , ফানুস ও এক মিনিট নিরবতার মধ্যদিয়ে সমস্ত শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়....৷