Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নদী বাঁধ সারানোর দাবিতে কোলাঘাট বিডিও এর নিকট ডেপুটেশন

বাবলু বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর. ৭২ ঘন্টা কেটে গেলেও পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের দেনানের কাছে প্রশাসনের পক্ষ থেকে নদী বাঁধ মেরামতের কোন ব্যবস্থা না হওয়ার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পূর্ব পাঁশকুড়া বি…

 


বাবলু বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর. 

৭২ ঘন্টা কেটে গেলেও পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের দেনানের কাছে প্রশাসনের পক্ষ থেকে নদী বাঁধ মেরামতের কোন ব্যবস্থা না হওয়ার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে মঙ্গলবার বিক্ষোভ ডেপুটেশনের মাধ্যমে জরুরী ভিত্তিতে নদী বাঁধ মেরামতের দাবি জানানো হল। সেই সঙ্গে আরও সাতটি দাবি বিডিওর কাছে রাখা হয়। উল্লেখ করা যায় গত তিনদিন আগে কোলাঘাটের দেনানের কাছে দুশ থেকে আড়াইশো ফুট যাতায়াত করার রাস্তা বসে গিয়ে প্রায় ২০ থেকে ২৫ টি গ্রামের মানুষ চরম সংকটের মধ্যে রয়েছে ।যেকোনো মুহূর্তে জলস্ফীতি ঘটলে কোলাঘাট সংলগ্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মাইতি, দেবব্রত পট্টনায়েক, সংখ্যালঘু মোর্চার নেতা শেখ সাদ্দাম হোসেন , বিশ্বনাথ রাম, কৃষ্ণেন্দু দাস প্রমূখ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। নেতৃত্বরা দাবি রাখেন যেভাবে নদীর চড় বৃদ্ধি পাচ্ছে অবিলম্বে ড্রেজিংয়ের ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে দাবি রাখা হয় নদী বাঁধ কংক্রিটের করে স্থায়ীভাবে এর সমাধান করতে হবে। ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক প্রধান বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।