Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন #বিভাগঃকবিতা#শিরোনামঃবাংলা_ও_বাঙালি#✍️✍️✍️কানন_পটুয়া#তারিখ_২২_০২_২০২২
শুধু ভাষার তরে একটি জাতির আন্দোলন,স্বর্ণাক্ষরে লেখা রবে চিরকাল বিশ্বের দরবারে।শুধু বাঙালি হয়ে পারিনি রাখতে তার মান,শত শহীদের রক্তে লেখা আ…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

#বিভাগঃকবিতা

#শিরোনামঃবাংলা_ও_বাঙালি

#✍️✍️✍️কানন_পটুয়া

#তারিখ_২২_০২_২০২২


শুধু ভাষার তরে একটি জাতির আন্দোলন,

স্বর্ণাক্ষরে লেখা রবে চিরকাল বিশ্বের দরবারে।

শুধু বাঙালি হয়ে পারিনি রাখতে তার মান,

শত শহীদের রক্তে লেখা আ মরি বাংলা ভাষা।


চোকাতে পারিনি মোরা তাদের ঋণ,

মাতৃভাষা মাতৃদুগ্ধ সম; নির্বাক হাহাকারে।

মেকি আধুনিকতার রঙচঙে মখমলে, 

চাপা পড়ে যায়,যত বঙ্গের বিবিধ রতন।


ভাষার তরে দিল যারা জলাঞ্জলি প্রাণ,

সে শহীদের প্রতিটি রক্তবিন্দু কাঁদে অবহেলায়।

আপামর বাঙালির আবেগ, গর্ব, অহংকার,

হয়েছে ধূসর,ইতিহাসের বিস্মৃত অধ্যায়ে।


সকাল,সন্ধ্যা, রাত্রি হরেক ভাষার শুভেচ্ছা,

ধুঁকছে বাংলা শব্দেরা সেকেলে তকমায়।

বিশ্বের দরবারে পেল মধুরতম ভাষার শিরোপা,

নিজের জন্মভূমি কি তার রেখেছে সম্মান?


আমার ছেলের বাংলাটা ভালো আসেনা,

সে শুধু জানে ওটা দ্বিতীয় বা তৃতীয় ভাষা।

ফেব্রুয়ারির ২১ এলে আমরা সবাই বাঙালি হই,

ক'জন পারবো বলতে, বাংলা তারিখ বাংলা সাল?