Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন কবিতাঃ "বাংলা" --- আমার গর্বের ভাষাকলমঃ সঞ্জয় বৈরাগ্য২১-০২-২২
আমি সেই মধুর ভাষা,যে ভাষা শিশুর মুখে প্রথম বুলি ফোঁটায়আজও ভাসে অমর ২১-এর ভালোবাসায়।এই বাংলাতেই জন্মেছে জীবনানন্দ, জসীমউদ্দীনরবীন্দ্রনা…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

কবিতাঃ "বাংলা" --- আমার গর্বের ভাষা

কলমঃ সঞ্জয় বৈরাগ্য

২১-০২-২২


আমি সেই মধুর ভাষা,

যে ভাষা শিশুর মুখে প্রথম বুলি ফোঁটায়

আজও ভাসে অমর ২১-এর ভালোবাসায়।

এই বাংলাতেই জন্মেছে জীবনানন্দ, জসীমউদ্দীন

রবীন্দ্রনাথ, নজরুল এই ভাষাতেই কাটিয়েছে স্বপ্নের দিন।


আমি সেই গর্বের ভাষা,

যে ভাষাতে গায় ভাটিয়ালী সুরে জীবনের জয়গান

ঐ গ্রাম্যপথে বাউলের একতারা পায় প্রাণ।

এই বাংলা আমার মাতৃভাষা, বাংলা মোদের প্রাণ,

বাংলা আমার জন্মভূমি, রাখবো বাংলার মান।


আমিই সেই প্রাণের ভাষা,

যে ভাষায়, প্রার্থনা ও বাগদেবীর আরাধনা করি

অ-আ-ক-খ --- এই ভাষাতেই প্রথম হাতে খড়ি।

কত শত ভাষা শহীদের রক্তে, আজ মুক্ত একুশের আকাশ

বাংলার ছেলে আবদুল, রফিক, বরকত ভাইদের সেলাম রাশরাশ।