Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লেখিকা মিঠু ভট্টাচার্য-এর গল্প "অন্য দেবকী"

অন্য দেবকী.মিঠু ভট্টাচাৰ্য তুলসী র নুন আনতে পান্তা ফুরোয়.. তিনটে বাচ্চা.. কিন্তু বেশ হৃষ্টপুষ্ট... কি খেতে পায়.. স্বামী নরেন মজদুর.. অর্ধেক দিন কারখানা বন্ধ... তাই অভাব পেছন ছাড়েনা... লোকের বাড়ি খাটতে ভালোলাগেনা তুলসীর... এমন সময়…

 




অন্য দেবকী.

মিঠু ভট্টাচাৰ্য 

তুলসী র নুন আনতে পান্তা ফুরোয়.. তিনটে বাচ্চা.. কিন্তু বেশ হৃষ্টপুষ্ট... কি খেতে পায়.. স্বামী নরেন মজদুর.. অর্ধেক দিন কারখানা বন্ধ... তাই অভাব পেছন ছাড়েনা... লোকের বাড়ি খাটতে ভালোলাগেনা তুলসীর... এমন সময় বস্তির সামনে ওই বিশাল গাড়িটা থেকে রাজা রানী আসে একদিন আর যেন আলাদিনের জীন এর ছোঁয়া পেয়ে জীবন টা বদলে যায়.... নিঃসন্তান দম্পতি... তুলসী কে হতে হবে তাঁদের সন্তানের শুধু গর্ভ ধারিণী মা.. তার বিনিময়ে তুলসী পাবে লক্ষ টাকা no মাস ভালো খাওয়া... নরেন বাধা দেয়.. বলে বস্তি তে লোকে এসব বুঝবেনি.. তুই ওসব এ যাসনি... তুলসী বলে... তোর মদ এর টাকায় তো সব যাচ্ছে... আমি বুঝবো.. আহা ওনারা মা বাবা হবেন.. তা সেসব অনেক দিনের কথা.. অনেক ডাক্তার হাসপাতাল করে আজ তার গর্ভে বড় হচ্ছে সেই রাজা রানীর সন্তান... ওনারা মাসে নিয়ম করে আসেন টাকা ভালো খাবার.. বাচ্চাদের চকলেট খেলনা কত কিছু দেন.. সামনে বসিয়ে সেই রানীমা পুষ্টিকর খাবার ফল দুধ খাওয়াতে চান.. কিন্তু তুলসী পারেনা.. সামনে আধা পেট খাওয়া নিজের সন্তানগুলো যে... রানীমা জানেন যে পেছনে ওগুলো তুলসী ওদের খাইয়ে দেবে.. কিন্তু তাতে ওনার সন্তানের কি পূ ষ্টি হবে.. উনি তো তুলসী কে খাওয়াছেন না.. খাওয়াছেন ওনার ভাবি সন্তান কে.... তুলসী আপন মনে ভাবে পেটের এই রাজপুত্র বা রাজকন্যা টির কথা.... পাড়া পড়শী বলে আবার... খাওয়াবে কি গো.. ওই গাড়ি তে কারা আসেগো... এতো প্রশ্নের উত্তর তার আসেনা... পেটের সন্তান টির মাতৃত্বে মশগুল সে.. অবশেষে আসে সেই দিন.. কি যন্ত্রনা.. নিজে র গুলো হওয়ার সময় পায়ে হেঁটেই একরকম সস্তার হাসপাতালে নরেন নিয়ে গিয়েছিলো... এনারা খবর পেতেই সেই জাহাজের মত গাড়ি... ওরে বাবা এটা কি হাসপাতাল নাকি স্বর্গ.... কি যত্ন... কি সুন্দর চারপাশের নার্স ডাক্তার.... তুলসী বলে আমার তিনটে প্রসব করতে কোনো অসুবিধা হয়নি গো... কিন্তু কে শোনে কার কথা.. রানীমা ছটফত করছেন.. রাজাবাবু চিন্তিত.. ডাক্তার জানায় অপারেশন করতে হবে.... সেকি ডাক্তার বাবু আমাদের এসব লাগেনি গো.... ছুপ করো তুমি রাজা রানী ধমকে ওঠেন... একি এনাদের এরকম রূপ তো কখনো তুলসী দেখেনি... তাকে ot তে নিয়ে যাওয়া হলো ইনজেকশন এ কি ঘুম পাচ্ছে... তবু ভাবছে কে জানি রাজপুত্র নাকি রাজকন্যা... নিজের গুলোর ভালো নাম ও দিতে পারেনি.. এটার দেবে... দেবকী সে...কখন জ্ঞান এলো কে জানে... পেটে যন্ত্রনা... রানীমা রাজাবাবু তোমরা কই গোওওও.... নার্স আসে গম্ভীর মুখে saline ওষুধ চালায়... আমার বাড়ির লোকগুলো কই গো..... নার্স অবাক হয়.. তোমার বাড়ির লোক... Ceaser হয়েছে .. কিছু দিন পর তোমায় ছেড়ে দেওয়া হবে... সেকি গো দিদিমনি আমার তো তিনটে ছানা.. তাদের জন্মের পরদিন য় তো আমি রিকশা করে বাড়ি গেছি..... কথা বলোনা বেশী এই হলে নার্স চলে যায়... তুলসী ভাবতে থাকে বাচ্চাটা কই.. কি হলো ছেলের না মেয়ে... আহা কাল থেকে দুধ খাওয়াবো.. এবার অনেক পুষ্টিকর খেয়েছি তো... দু তিন দিন কেটে যায়.. তার য় সেবা চলছে.. বাচ্চা টা কই...আর কোথায় বা সেই রাজাবাবু রানীমা...

আজ ছাড়া পেলো তুলসী.. Wheel চেয়ার এ করে বাইরে এলো.. একটা ট্যাক্সি...তার পাসে ওই তো নরেন.. ওই তো রাজাবাবু.. তা রাজাবাবু গাড়ি কই.. রানীমা কই....

ধন্যবাদ তুলসী.. ভালো থেকো নাও ট্যাক্সি তে ওঠো.. যাও নরেন সাবধানে নিয়ে যাও... যা টাকা দিয়েছি ওর post operation এর খাওয়া ভালোই হবে..

রাজাবাবু... টাকা????

হ্যাঁ কথা তো হয়েছিলো... Cash দিয়েছি নরেন কে.. তোমাদের তো bank একাউন্ট নেই তাই... যা দিয়েছি তাতে ভালোই চলে যাবে যাও.

কিন্তু রাজাবাবু আমি তো জন্ম দিলাম...

রাজাবাবু বিরক্ত হয়ে বললেন হ্যাঁ তাতে কি... আমরা তোমার গর্ভ ভাড়া নিয়েছিলাম.. ভাড়া দিয়ে দিয়েছি.... যাও.. ওঠো

কিন্তু রাজাবাবু.. শুধুই কি ভাড়া.. আমি কি কিছুই না... একবার দেখালেননা.. ও বুঝেছি... অজ্ঞান করে operation তাই দেখতেও পেলাম না নমাস কে ছিল আমার মধ্যে... কি হয়েছিল আমার ছেলে না মেয়ে...

রাজাবাবু চমকে টিপ্পনি হাসি দিয়ে বললেন.. তোমার. তোমার আবার কি....

একবার দেখান্না রাজাবাবু.... কেঁদে উঠলো তুলসী...

কে কাকে বলে তীক্ষ্ণ হাসি হাসলেন রাজাবাবু.

নরেন তাগাদা দেয় ট্যাক্সি ড্রাইভার কে.. চলো চলো আজ রাতে মদ এর আড্ডায় বসতে হবেরে তুলসী.. তুই ভালো ব্যবসার পথ দেখালিরে..... গাড়ি ছুটলো... তুলসী র রাজাবাবু রানীমা কই... নরনের হাতে টাকার বান্ডিল... দুচোখে জলের ধারা.. নমাস কে ছিল.. এই পৃথিবীর বুকে না কেউ কাউকে চিনতে পারবেনা.. অজস্র ধনী ছেলে মেয়ের মধ্যে তুলসী তার রাজপুত্র রাজকন্যা কে খুঁজে যাবে... আমি দেবকী কি অন্য দেবকী.... মা কে কি খুঁজে আনবেনা সেই সন্তান... কানের কাছে শুধু বাজতে থাকলো রাজাবাবুর কথা... কে.... কাকে .. তোমার??????