Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম -'বাংলা থাকুক বছর জুড়ে'কলমে -ব্রততী রায়চৌধুরী তারিখ -২১/০২/২০২২
ক্যালেন্ডারের পাতায় যেই ২১শে ফেব্রুয়ারী,চারিদিকে বেশ বাংলা, বাংলা উৎসব হয় জারি ।
ঐদিন বাংলা গান, কবিতা সাহিত্যের নতুন শয্যা,অন্যদিন …

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম -'বাংলা থাকুক বছর জুড়ে'

কলমে -ব্রততী রায়চৌধুরী 

তারিখ -২১/০২/২০২২


ক্যালেন্ডারের পাতায় যেই ২১শে ফেব্রুয়ারী,

চারিদিকে বেশ বাংলা, বাংলা উৎসব হয় জারি ।


ঐদিন বাংলা গান, কবিতা সাহিত্যের নতুন শয্যা,

অন্যদিন বাংলা বলতে ভীষণ লাগে লজ্জা ।


এইদিনটা আসলে পরে বাংলার কথা পড়ে মনে,

বাকি দিনগুলো একলা একা বাংলা থাকে ঘরের কোণে ।


রফিক, সালাম দিয়েছিল প্রাণ বাংলা ভাষা বাঁচাতে গিয়ে,

আজ তা আমাদের বোঝা স্বরূপ যাচ্ছি বয়ে সঙ্গে নিয়ে ।


বাঙালি আমরা উৎসব মুখর হুজুক প্রিয় জাতি,

২১ তারিখ আসলে পরে সবাই মিলে মাতি ।


ভাষার জন্যে আন্দোলন কজন বুঝি তার মর্ম,

বিদেশি কায়দা আয়ত্ত করতে হচ্ছি গলদ ঘর্ম ।


এ, বি, সি, ডি দিচ্ছে বুলি অ, আ বলে না খোকা,

বাংলা নিয়ে চর্চা কর লোকে বলবে বোকা ।


ইংরেজিতে ফটর ফটর যতই কর না কেন,

ঝগড়াটা যে ঠিক জমে না বাংলা ছাড়া যেন ।


আই লাভ ইউ বলে যেই মুচকি দাও হাসি,

বাংলা ছাড়া বোঝানো দায় কতটা ভালোবাসি ।


একদিন নয় সারাটা বছর বাংলা থাকুক সঙ্গে,

ছোট্ট শিশু উঠুক বেড়ে রবি ঠাকুরের বঙ্গে ।