Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
জীবনানন্দ ও তাঁর বনলতা সেন (শ্রদ্ধাজলী 🙏 )
___দারু চিনির দেশে___      জয়া সান্যাল
এক ঝাঁক বুনোহাঁসের ডানায় অনুভূতির প্রকাশ্য অধিবেশনে,জীবন স্বপ্ন আঁকে সুদূর নীহারিকার বুকে আধো ঘুমের জাগরণে।
পথের ক্লান্তি মুক্তি…

 


সৃষ্টি সাহিত্য যাপন


জীবনানন্দ ও তাঁর বনলতা সেন (শ্রদ্ধাজলী 🙏 )


___দারু চিনির দেশে___

      জয়া সান্যাল


এক ঝাঁক বুনোহাঁসের ডানায় অনুভূতির প্রকাশ্য অধিবেশনে,

জীবন স্বপ্ন আঁকে সুদূর নীহারিকার বুকে আধো ঘুমের জাগরণে।


পথের ক্লান্তি মুক্তির দাবিতে ছুটছে জীবন সাহারার পথেতে,

বালুচরের সুখ টুকরো টুকরো মনের ভাবনার লহরীর আঘাতে ।


বনলতা আসে যায় জীবনের খোলা ঐ বাতায়নে

স্বস্তির মৃদু মন্দ দখিনার ছোঁয়াচ লাগে পলাশের প্রাণে।


দীপ্ত কন্ঠস্বরে মুগ্ধ জীবনের আয়নায়

দুটি চোখের আশ্বাস বিশ্বাসের ভাবনায়।

কুশল সংবাদ বিনিময়ের সুগভীর নদী তটে

বনলতার মুখচ্ছবি আঁকা জীবনের চিত্রপটে।

দিন আসে দিন যায় সন্ধ্যার ম্লান কাজল লতায়

রাতের আঁধার নামে জোনাকির আলোর ছটায়।


কবির পথ চলা জীবন কে ভালোবেসে

উচ্ছল আবেগের স্পন্দন দিনের শেষে।

লেনদেনের হিসাবের গড়মিলে

যাতনা কাতর মন সংশোধনাগারের যাঁতাকলে।

তবুও বনলতারা চিরন্তন মননে

কবিতার ঘ্রাণ কলমের যতনে।

পাখিদের কলতান সুরের কুয়াশায়

শেষ পারানির কড়ি খেয়া পারের অপেক্ষায়।


জীবনের লেনদেন ফুলের সজ্জায়

ক্লান্তির ঘুম রাতের আঁধার ঘেরা কবির চেতনায়।

বনলতার সুখের স্বপ্নের নীড়ে,

ফেরারী মনের কথা হারিয়ে যায় কবিতার ভীড়ে।