Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥#সৃষ্টি_সাহিত্য_যাপন #বিভাগঃকবিতা#শিরোনামঃউলুখাগড়ারাই_পোড়ে#✍️✍️✍️কানন পটুয়া#তারিখঃ২৬_০৩_২০২২
যুগে যুগে সর্বত্র উলুখাগড়ারাই পোড়ে,মহান রাজার প্রতি ওরা যে নিবেদিত প্রাণ।লজ্জায় কালো হল গর্বের রাঙা…

 


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

#সৃষ্টি_সাহিত্য_যাপন 

#বিভাগঃকবিতা

#শিরোনামঃউলুখাগড়ারাই_পোড়ে

#✍️✍️✍️কানন পটুয়া

#তারিখঃ২৬_০৩_২০২২


যুগে যুগে সর্বত্র উলুখাগড়ারাই পোড়ে,

মহান রাজার প্রতি ওরা যে নিবেদিত প্রাণ।

লজ্জায় কালো হল গর্বের রাঙামাটি,

বীরের ভূমিতে বর্বরদের আস্ফালন।

লেলিহান শিখা নিভেছে স্ফুলিঙ্গ আছে ইতিউতি।

কালো ধোঁয়ার রাজ্যে শুভ্র আকাশ সংখ্যালঘু।

শবে বরাতের প্রদীপ নিভেছে হিংসার দমকায়,

অবশিষ্ট তেলে ডুবে আছে কালো সলতেরা।

আলোর বড় অভাব,আলোর তাগিদে ওরা পুড়বে।

যুগে যুগে সর্বত্র উলুখাগড়ারাই পোড়ে।

বারুদের গন্ধে ম্লান হল হালুয়ার ঘ্রাণ।

শ্মশানের শূন্যতায় সর্বহারাদের নীরব আর্তনাদ।

পুড়ে খাক হাড়,মাস, বাঁশ,খড়,গবাদি,নারী,শিশু।

কালো ছাই, কালো শরীর,কালো মনুষ্যত্ব।

শুকিয়ে এসেছে উঠোনের শুকনো মাটি,

ছোপছোপ দাগগুলো এখন আর লাল নেই,

খয়েরি রঙ জানান দেয়; রক্তের হোলি খেলা।

আতঙ্কের গুমোট গরমে জনপদে পশুদের তান্ডব।

এসি কামরায় মিউটেটেড হয় ষড়যন্ত্রের ভাইরাস।

যুগে যুগে সর্বত্র শুধু উলুখাগড়ারাই পোড়ে।