Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম :- মৌন মুখরকলমে- বিশ্বরঞ্জন ভট্টাচার্য্যতারিখ :- ২৫/০৩/২০২২
তোমায় যতই দেখি,অবাক হই আরও বেশি,হতাশ করে তোমার অনন্ত মৌনব্রত ;মনে হয়, শত শতাব্দীর প্রলয়---কিম্বা, ভূমিকম্পলীনঅতৃপ্ত মানব সত্তার পাতাল প্রবেশ…

 


সৃষ্টি সাহিত্য যাপন


শিরোনাম :- মৌন মুখর

কলমে- বিশ্বরঞ্জন ভট্টাচার্য্য

তারিখ :- ২৫/০৩/২০২২


তোমায় যতই দেখি,

অবাক হই আরও বেশি,

হতাশ করে তোমার অনন্ত মৌনব্রত ;

মনে হয়, শত শতাব্দীর প্রলয়---

কিম্বা, ভূমিকম্পলীন

অতৃপ্ত মানব সত্তার পাতাল প্রবেশ !

কিম্বা, কোনও স্বজন বিয়োগ ব্যথায়

শোকাতুরা পাষাণ মরুভূমি তুমি ......

যেন ছিঁড়িয়া গেছে সুরেলা সেতারের তার !


তোমার জীবন নাট্যের প্রেক্ষাপটে---

অভিব্যক্তি ফুটে ওঠে নানা ;

তোমার নিঠুর করুন নীরবতায়

তোমার নীরব নিস্তব্ধ কাতরতা

ব্যথা দেয় মোর হিয়া মাঝে ,

তোমার আচরণের গভীর নীরবতায়

চাপল্যহীনতার অভিনব বহিঃপ্রকাশ !

আরও বেশি অবাক করে মোরে।


আমারে লয়ে যায়  বিস্ময়ের চরম সীমায়,

তোমার গভীর নীরব ভাষায়

নির্মম, কঠোর প্রতিবাদ...

একি আমার ই কোনও কৃতকর্মের

সাজা দান তুমি, হিয়া ভরি হেন পথে?

অশ্রুধারায় প্লাবিত নিচোল

.....লয়ে যায় মোরে চেতনাতীত মহা বিস্ময়ের দেশে


শুধু যেন মনে হয়----

মরুবক্ষে অন্তঃ সলিলা ফল্গুধারা যেন

সৃষ্টিতে স্থিতি তোমার প্রলয়ের রেখা....