Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতাতুহিনা চক্রবর্তী ২৯-০৩-২০২২
প্রতিদিন জন্ম  হয় একটি কবিতারলেখিকার গর্ভে প্রতিদিন  চলে প্রসব যন্ত্রণা,শিশু কবিতা স্নেহ যত্নে পালিত হতে চায় মায়ের কোলে,অযত্নে মুখভার করে।
শিশু কবিতা লেখিকা মায়ের আঁচলে আশ্রয় নেয়, লুকোচুরি খেলে, বায়…

 


কবিতা

তুহিনা চক্রবর্তী 

২৯-০৩-২০২২


প্রতিদিন জন্ম  হয় একটি কবিতার

লেখিকার গর্ভে প্রতিদিন  চলে প্রসব যন্ত্রণা,

শিশু কবিতা স্নেহ যত্নে পালিত হতে চায় মায়ের কোলে,অযত্নে মুখভার করে।


শিশু কবিতা লেখিকা মায়ের আঁচলে আশ্রয় 

নেয়, লুকোচুরি খেলে, বায়না করে, এভাবেই 

শিশু কবিতা একদিন বড় হয়ে ওঠে।


যোদ্ধার মত তরবারি  হাতে নিয়ে

 নেমে পড়ে যুদ্ধ ক্ষেত্রে।

আঘাত পায়, ক্ষতচিহ্ন বহন করে বুকে।

  

একদিন কৈশোর পেরিয়ে যৌবনের খেয়ায়

খেয়ালখুশি  দেয় পাড়ি, হোঁচট খায়,পাথরে 

রক্তাক্ত হয় পদতল, প্রেমের সাগরে হাবুডুবু খায়

অনায়াসে।


ওরা প্রেম চায়, যন্ত্রণা বোঝে, খোঁজে শীতল আশ্রয়।


ওরাও  মত্ত হয় আদিম খেলায়  ,পিপাসায় কাতর হয় ওষ্ঠযুগল।