Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

29/03/22নিরুদ্দেশের খোঁজে 
সুশান্ত কাঞ্জিলাল 
আমি তো চেয়েছি তপ্ত মরু বুকে স্বর্গের পারিজাত ফোটাতে তুমি ছিলে আমার সহচরি আমার কৃত কর্মের সাথী ছিলে আমার উদ্দীপনা হয়ে বুকের খাঁজে ।
অন্ধকারে উজ্জ্বল নক্ষত্র আলোকে আমরা করেছি বিচরণ প্রতিজ্…

 


29/03/22

নিরুদ্দেশের খোঁজে 


সুশান্ত কাঞ্জিলাল 


আমি তো চেয়েছি তপ্ত মরু বুকে 

স্বর্গের পারিজাত ফোটাতে 

তুমি ছিলে আমার সহচরি 

আমার কৃত কর্মের সাথী 

ছিলে আমার উদ্দীপনা হয়ে বুকের খাঁজে ।


অন্ধকারে উজ্জ্বল নক্ষত্র আলোকে 

আমরা করেছি বিচরণ 

প্রতিজ্ঞা বদ্ধ হয়েছি বার বার 

পৃথিবীর বুকে থেকে মেরুকরণ দূর করবার ।


জ্বলেছে ঘৃণার তীক্ষ্ণ দ্যুতি 

পুড়িয়েছে আমাদের মন 

সংকল্প ছিল বুকে দৃঢ় 

তাই হয়েছে তাদের লক্ষ্য ব্যাহত ।


নীল আকাশে ডানা মেলে দিতেই 

কে যেন অতর্কিতে করে আক্রমন 

কেটে দিল আমাদের ডানা ।


স্বপ্নের ঘোড়া ছুটে গেল চলে 

রয়ে গেলাম আমি একলা ।


একই শেল এসে বিঁধল সহচরির বুকে 

যাতনায় কাতর সে লুটায় মাটিতে 

পায়ের তলার মাটি যায় সরে 

আসীন বিপদে এমনটাই যে ঘটে ।


চিতার ধোঁয়া কুন্ডলি পাকিয়ে উঠবে 

কবরের মাটি হয়ে যাবে বিবর্ণ

মিথ্যার কবলে দুটি প্রাণ হারাবে 

পৃথিবীর কোল হবে শূন্য ।


এ বিশ্বের বাইরে কোথাও তো থাকবে ঘর 

থাকবে দ্বন্দহীন, সন্দেহহীন প্রাণ 

থাকবে শান্তির সুখ নীড় ।