Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য -সম্মাননা

কবিতাশিরোনামঃ তরঙ্গ ঢেউ কলমেঃ সেলিম আলতাফ তারিখঃ ১০-০৩-২০২২
এখন ডাকলে আর তরঙ্গ ঢেউ জাগে না-মনে হয়না ভীষণ আলাদা কেউ ডাকছে,অথচ সেই সময়টা ছিলো তেজ দীপ্ততায় পূর্ণ -শুধু একটাই কন্ঠ,হাসি আর অবয়ব ছন্দ বাহার।
এখন 'তুমি' করে ডাকলে উ…

 


কবিতা

শিরোনামঃ তরঙ্গ ঢেউ 

কলমেঃ সেলিম আলতাফ 

তারিখঃ ১০-০৩-২০২২


এখন ডাকলে আর তরঙ্গ ঢেউ জাগে না-

মনে হয়না ভীষণ আলাদা কেউ ডাকছে,

অথচ সেই সময়টা ছিলো তেজ দীপ্ততায় পূর্ণ -

শুধু একটাই কন্ঠ,হাসি আর অবয়ব ছন্দ বাহার।


এখন 'তুমি' করে ডাকলে উথলায় না মন-  

ভালোলাগার বসন্ত বাতাসে ভাসেনা আবেগ,

অথচ সেই সময়টা ছিলো পানসি চলা প্রহর সুখ-

বর্ষা,শীত,কালবৈশাখী আর শরতে একই রূপ।


এখন দেখা হওয়ার কথা হলে উচ্ছ্বাস হয়না-

মনে হয়না অপেক্ষা চলে যেতে বড্ড দেরী করছে,

অথচ সেই সময়টা ছিলো অস্থির কারুকাজ ভরা-

কেবল কখন আসবে প্রত্যাশার আনন্দ আলোরা?


এখন সবটা স্বাভাবিক জীবন যাপনেই থাকে-

আর সব মানুষের মুখের মাঝে থাকে সেই মুখ,

অথচ সেই সময়টা ছিলো একটাই আদল ছায়া-

অহরহ উঠোন জুড়ে আভা ছড়াতো হৃদয় ঘরে।


এটাই হবে কেউ কি তা ভেবেছিলো অবেলায়?

এটাই এখন হয়েছে জীবন প্রবাহ আলোছায়ায়।