Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য -সম্মাননা

#দৈনিক_প্রতিযোগিতা#কবিতা_বসন্ত_বিলাসী#কলমে_শান্তি_দাস#তারিখ_১৬_০৩_২০২২ইং
ফাগুনের বসন্তে মনে জাগে সাড়া, ফুলে ফুলে ভরে উঠে কৃষ্ণচূড়া। ডালে ডালে বসে কোকিল কুহু কুহু গান গায়, মন যে উদাস হয় এই বসন্তের বেলায়। 
গোধূলি বেলায় শান্ত স্…

 


#দৈনিক_প্রতিযোগিতা

#কবিতা_বসন্ত_বিলাসী

#কলমে_শান্তি_দাস

#তারিখ_১৬_০৩_২০২২ইং


ফাগুনের বসন্তে মনে জাগে সাড়া, 

ফুলে ফুলে ভরে উঠে কৃষ্ণচূড়া। 

ডালে ডালে বসে কোকিল কুহু কুহু গান গায়, 

মন যে উদাস হয় এই বসন্তের বেলায়। 


গোধূলি বেলায় শান্ত স্থবিরতা নীরব নিস্তেজ, 

কত আসে মনে প্রকৃতি পরিবেশ সৃষ্টি কবিতায় সতেজ। 

বলি অনেক কিছু তোমার আগমনে সারা জেগেছে মনে, 

গুন গুন গানের সুরে শীতের আমেজ আনে। 


কৃষ্ণচূড়ার রঙিন আভাসে বসন্তের জাগরণে, 

মেঘে মেঘে কত বেলা কেটে গেল জীবনে। 

বসন্তের কোকিল ডাকবে যখন বাসন্তীর দুপুরে, 

আঁকা বাঁকা মেঠোপথ ঘিরে প্রকৃতির রোদ্দুরে।


পায়ে নূপুর কপালে টিপ হলুদ বরণ শাড়িতে আহা এলো ফাগুন, 

গাছে গাছে রঙ লেগেছে মনে যে প্রেমের আগুন। 

আলতা পায়ে মেঠো পথে হাঁটবো এঁকেবেঁকে, 

হলুদ শাড়ির আঁচলে ঘোমটা তুলে মুখখানি রাখবো ঢেকে। 


একটি সকাল, একটি দুপুর একটি গোধূলি বেলায়, 

বসন্তের মিষ্টি হাওয়া সুর উঠাবে হিয়ায়। 

কৃষ্ণচূড়ার পাপড়ি গুলো তুলে নেব আঁচল ভরে, 

ফাগুন হাওয়াই ফুলের পাপড়ি গুলো মাথায় পড়ে ঝড়ে।