Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

আমি
অরিন্দম মুখোপাধ্যায়তাং - 18.03.22দু বছর আগের এক জন্মদিনে....একান্নটা বসন্ত পার করা ঋদ্ধ প্রেমিক আমি৷জীবন জোয়ারের আনাচে কানাচে গলিপথ ঘুরে প্রহেলিকা মৃত্যুকে অতিক্রম করে কতদিন মধু সম্ভাষণে নিজেকে আপ্লুত করতে পারবো জানি না তবু সৃ…

 


আমি


অরিন্দম মুখোপাধ্যায়

তাং - 18.03.22

দু বছর আগের এক জন্মদিনে....

একান্নটা বসন্ত পার করা ঋদ্ধ প্রেমিক আমি৷জীবন জোয়ারের আনাচে কানাচে গলিপথ ঘুরে প্রহেলিকা মৃত্যুকে অতিক্রম করে কতদিন মধু সম্ভাষণে নিজেকে আপ্লুত করতে পারবো জানি না তবু সৃষ্টির সংগীতে সুরে সুর মিলিয়ে আমার পদার্পণ বারবার প্রশ্ন করে কেন এ আগমন,কেন এ পথ চলা?

জাগরণ ভূমি স্পর্শ করে ফেলে আসা পথে ফিরে যেতে ইচ্ছে হয় আদিম 'আমি র'৷

অবহেলা সময়গুলোকে ধরে গিলে খাবভাবি মনে মনে.....

বাসনা কামনার মেলবন্ধনে সময়কে ধরব এবার নতুন করে৷

শুন্য হাতে দিন শেষের বেদনা বাজে বুকে৷


গভীর নিস্তব্ধতার মাঝে প্রেমিক প্রজাপতির মতো সময় ফুলের রেণু মেখে জীবনের মধু আহরণ৷

হারিয়ে যাওয়া স্মৃতি কুঞ্জ থেকে ভেসে আসে গান......তীব্র হয় অনু ভাব অনুভূতি৷

বোধ হারিয়ে যায় নতুন বসন্তের অাগমনী সুরে

কাশের মাথা দোলান ভোরে

শিউলির মিষ্টি সুবাসে

শরতের অমলিন আতপে৷

পড়ে থাকে সাপের খোলসের মত " আমি" 

অস্তিত্বের বিকাশে নশ্বর পিতৃভূমিতে

আগামীর ভূলোক আলোকে৷৷

পশ্চিমের অস্তরাগ— ছোঁয়াচ লাগা সন্ধ্যায় "যৌবনের দিন অবসানের বেদনা" বাঁচার আনন্দে লেখে আমির ইতিকথা রাত্রির নীরব প্রহরে৷


24 শে সেপ্টেম্বর '20