Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

"নিজেই নিজের জন্য রবো"       আরিফ আহসান       তাং-২০-০৩-২০২২ইং
যুগযুগ ধরে নিজেকে অবহেলিত করেছি,ভালোবাসা হয়নি নিজেকে,অথচ ওই যে ওই আমায় রেখে নিখোজ হলো,তার জন্য কান্না এলো,বিনিদ্র রাত কেটে গেলো,যন্ত্রণারা আপন হলো।
আমায় রেখে …

 


"নিজেই নিজের জন্য রবো"

       আরিফ আহসান 

      তাং-২০-০৩-২০২২ইং


যুগযুগ ধরে নিজেকে অবহেলিত করেছি,ভালোবাসা হয়নি নিজেকে,অথচ ওই যে ওই আমায় রেখে নিখোজ হলো,তার জন্য কান্না এলো,বিনিদ্র রাত কেটে গেলো,যন্ত্রণারা আপন হলো।


আমায় রেখে এই আমি'টি পালাইনি তো,নিজের ভিতর নিজের ছবি আঁকিনি কো,সুখের দোলায় দুলাইনি কো,দুঃখ হয়ে কারো ভুবন,এই আমি তো আমার জন্য পুড়াইনি,তবে কেনো এমন হলো।


তবুও দুঃখ আমার হলো,বিষবাষ্মে নীল করলো,জলের তোড়ে ভাসিয়ে দিলো,অথৈ সাগরের ঢেউ বলে গেলো,

হৃদয় কপাট খোলো,শব্দের আকুতি বর্ণের ক্ষতি অলংকরণে বেদনা আমার মুখের ভাষায় বসত গড়লো;

শেষে এসে চোখের জলই আপন হলো।


তার আশে তে দিন গড়িয়ে মাসটি এলো, বছর,যুগ, শতাব্দী ও পূর্ণ হলো,আধার রাতে হুতোম প্যাঁচা ডাক শুনালো,ভালোবাসার মূল্য যে কি বুঝিয়ে দিলো।

এই বুঝেছি এই সময়ে নিজের দিকে নজর দেবো,

আমায় নিয়ে সুখে দুঃখে হাসি কান্নায় চুপকথা’তে বুকের মাঠে খেলেই যাবো।


আর কতকাল খরতাপের উদাস দুপুর,শাপে নেউল আপন করবো,

ভালোবাসা নিজেই নিজের জন্য রাখবো।

অন্ধকারে নিয়ন আলোর ঝলক দেবে,মেঘলা আকাশ নীল শাড়ী'তে সেজে রবে, যোজন যোজন পথে হেটে,

নিজেই নিজের জন্য রবো,

এবার আমি আামার মতো আমায় শুধু ভালোবাসবো।


ঢাকা,বাংলাদেশ।