Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য -সম্মাননা

দৈনিক সাহিত্য চর্চাবিভাগ:-কবিতাশিরোনাম:- বাক্সবন্দীকলমে:- শিবানী চ্যাটার্জ্জীতারিখ:-১০/০৩/২০২২
গন্ডীটাকে আজ করেছি ছোট নিজেরাই নিজেদের সুবিধার্থে,একটা দেশলাই বাক্সের ভিতরে,সত্যিই কি আমরা তাতে সুখভোগের সাথে শান্তির ছোঁয়া পাই!মনের ভ…

 


দৈনিক সাহিত্য চর্চা

বিভাগ:-কবিতা

শিরোনাম:- বাক্সবন্দী

কলমে:- শিবানী চ্যাটার্জ্জী

তারিখ:-১০/০৩/২০২২


গন্ডীটাকে আজ করেছি ছোট নিজেরাই নিজেদের সুবিধার্থে,

একটা দেশলাই বাক্সের ভিতরে,

সত্যিই কি আমরা তাতে সুখভোগের সাথে শান্তির ছোঁয়া পাই!

মনের ভিতরে গনগনে হিংসার কুন্ডলীর মাঝে,

দেশলাই এর বারুদগুলো কখন ঘষা খেয়ে ঘটাবে বিস্ফোরণ,

জ্বলবে দাউ দাউ করে আগুন,

তাপে জ্বলেপুড়ে ছাই হবে শরীর মন সবকিছু,

তবুও বাক্সবন্দী রাখতে ও থাকতেই সবাই ভালোবাসছি সুন্দর এই মনটাকে।

হায় অদৃষ্ট!

সুন্দর এই জীবনের স্বাদগ্ৰহণ এইভাবে একা কি করা যায়?

কি জানি? 

জমা প্রশ্নের পাহাড় থেকে ভেসে আসে আজ চিৎকারের প্রতিধ্বনি...

আমি উদারতার আকাশ দেখতে চাই।

কোরো না আমায় বাক্সবন্দী আর,

এত বড়ো যার বিস্তার তাকে কিনা একটা ছোট্ট বাক্সবন্দী করে মেরে ফেলতে চাইছি...

নয়তো সীমাবদ্ধতার মাঝে তার দৃষ্টিকে ঝাপসা করে হিংসার দাবানল জ্বালিয়ে চলেছি...

কি চাইছি সবাই কেউ কি জানি?

নাকি অবক্ষয়ের মাটিকে করতে চাইছি আরো শক্ত।

ভাবনার চোখে এখন অনিদ্রার বসতবাড়ি,

আগামী কি পারবে এর উত্তর দিতে কোনদিন?