Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য -সম্মাননা

#বুড়ি বসন্ত#কঙ্কনা ভট্টাচার্য্য 
সোনাঝুরি গাছটার পাশেপাতার ফাঁকে ফাঁকে রোদ্দুরের ঝিলিকসুখ দুঃখ  খেলা করেভালোবাসার  উঠোন জুড়ে বারোমাস।দুটো চড়ুই বসে আছে টালির চালে  ডানা মুড়ে।এখনও এই শীতে গায়েতে জারকাঁটাসামনে ভলো লাগা রোদ্দুরঋতু যায়…

 


#বুড়ি বসন্ত

#কঙ্কনা ভট্টাচার্য্য 


সোনাঝুরি গাছটার পাশে

পাতার ফাঁকে ফাঁকে রোদ্দুরের ঝিলিক

সুখ দুঃখ  খেলা করে

ভালোবাসার  উঠোন জুড়ে বারোমাস।

দুটো চড়ুই বসে আছে টালির চালে  ডানা মুড়ে।

এখনও এই শীতে গায়েতে জারকাঁটা

সামনে ভলো লাগা রোদ্দুর

ঋতু যায় ঋতু আসে,

গায়ের চামড়া পুরু হয়। অনুভূতি গুলো সব ভোঁতা হয়ে যায়।

কবে যে ফাগুন আসে যায়

বোঝা দায়।

এখানে বৃষ্টি বারোমাস।

আর উঠোনে আগাছার চাষ।

হলুদ বসন্তে লাল পলাশ শিমূল কই!

সামনের টিনের চালে কাঠঠোকরা বাঁশে ঠোকর দেওয়ার শব্দ ওঠে।

ঠক ঠক ঠক।

ভয় পেয়ে কোকিলটা উড়ে যায় প্রথম ডাকটা না ডেকেই।

 মুঠোফোনে বাজে গান

"কোয়েলিয়া গান থামা,..তোর ওই কুহু কুহু..."

  তবু জেদী বসন্ত আসবে বলে উঁকি দেয়।

পাতাঝরা কাঞ্চনগাছে লালফুল,আগাছার কাঁটাফুলে  রঙিন প্রজাপতি আর দখিনা বাতাস  উঁকিঝুঁকি মারে।

রুদ্র পলাশের শিখরচূড়ায় আগুন জ্বলে।

বসন্তবৌরি  ডেকে যায় টক টক টক।

মুখের ভিতরে বিস্বাদ বড়

বুকের ভিতর ধকধক।

 ঝাপসা চোখ পিছনে চলে যায়।

কে যেন ডাকে," আয় বুড়ি বসন্ত খেলবি আয়"।