Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

দৈনিক সেরা লেখনী সন্মাননা শিরোনাম --গোধুলীর আলাপকলমে--বিউটী সরখেল বাগচীতাং--২১/০৩/২২
পূর্ব গগনে রঞ্জিত উদিত তপন। ধীর গতিতে নামে অস্তাচলে।মিশে যায় যেথা দিগন্ত রেখা।অনাদির আদি,নিয়ম প্রকৃতির।পশ্চিমে যায় অস্তমিত।
যখন নামে সন্ধিক্ষণ…দৈনিক সেরা লেখনী সন্মাননা

 শিরোনাম --গোধুলীর আলাপ

কলমে--বিউটী সরখেল বাগচী

তাং--২১/০৩/২২


পূর্ব গগনে রঞ্জিত উদিত তপন।

 ধীর গতিতে নামে অস্তাচলে।

মিশে যায় যেথা দিগন্ত রেখা।

অনাদির আদি,নিয়ম প্রকৃতির।

পশ্চিমে যায় অস্তমিত।


যখন নামে সন্ধিক্ষণে,তখন হয় গোধূলি।

গো বালক ধেনু নিয়ে ফেরে গোশালায়।

পাখিরা ফেরে নিজ নিজ আস্তানায়।

গরুর চলার ধূলিকণা,আনে মুখরতা।

মাটির ধূলির সে এক প্রবল সুগন্ধ।


সে শুভ লগ্নে গাছের পাতার আড়ালে,

দেখেছিনু তোমাকে অগোচরে।

চাহনিতে ছিল তোমার, আমার অকৃত্রিম।

ভালোবাসা, ভালোলাগার পরম স্নেহ বন্ধন।

আলাপচারিতায় ভরেছিল তনু মন।


কেবলি ছিল তার, অতি সংগোপনে।

সাক্ষী অস্তমিত সূর্য,সে আমার।

অন্তর্নিহিত বিশ্ব ব্রক্ষ্মান্ডের অফুরান।

মুগ্ধ হয়েছিলাম তব অনুগ্রহ আলাপে।

স্পর্শ শিহরিত,মম হৃদয়, অন্তর প্রাণ।


আপন করেছিনু তব দু বাহু বন্ধন।

বিশ্বাস, ভরসা করেছিনু বিনিময়ে অর্জিত,

ভালোবাসা,আজ ও আঁখিতে ভাসে,

সেই অবকাশের গোধূলির আলাপ।

কি তার পরিনতি, ভাবিনি, ভাবতে চাই নি।


কি বা লাভ তাহে।

গোধূলির রং যে বড় মধুর।

সে শুধু মন,হৃদয় কে টানে অহরহ।

বাঁধতে চেয়েছে অনন্ত, অসীম বন্ধনে।

তুমি রহো,বহো,মোর, অন্তরের গহীন অরণ্যে।

                    @@@@@@@@