Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

কবিতা : শব্দেরা সব জোটেকলমে : শক্তিপদ ঘোষতারিখ : ২০ , ০৩ , ২০২২
ঘুম নাই তো শব্দ বাজে বৈশাখী ঝড় হাওয়ায় ,বাজনা বাজায় অরণ্যে শুকনো পাতায় গাছের ;শব্দেরা বাজে ঠনঠনিয়ে পথভিখারীর থালায় ,পাকে পাকে যত জটপাকানো তন্ত্রীত…

 


কবিতা : শব্দেরা সব জোটে

কলমে : শক্তিপদ ঘোষ

তারিখ : ২০ , ০৩ , ২০২২


ঘুম নাই তো শব্দ বাজে বৈশাখী ঝড় হাওয়ায় ,

বাজনা বাজায় অরণ্যে শুকনো পাতায় গাছের ;

শব্দেরা বাজে ঠনঠনিয়ে পথভিখারীর থালায় ,

পাকে পাকে যত জটপাকানো তন্ত্রীতে উদরের ।

শব্দেরা বাজে শনশনিয়ে মেঘবলাকার পাখায় ,

যেমন বাজে ঢেউয়ের মাথায় নদী-সাগর বক্ষে ;

সোনা হয়ে ঝলে ধানের ক্ষেতে স্বর্ণশীষের মাথায় ,

ঝলে হীরে ও পান্না হয়ে স্বপ্নভেজা দুই চক্ষে ।


শব্দ বাজে কলকলিয়ে নিত্য নদীর দুই কূলে ,

শব্দ বাজে তাল মিলিয়ে প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে ;

শব্দ বাজে রাত-আঁধারে ঝিঁ ঝিঁ ডাকে--শুনি জানলা খুলে ,

শব্দ বাজে ঠাসা ভিড়ে কোলাহলে আবদ্ধ বাতাসে ।

বাজে শব্দেরা চু-কিত কিত হিঙে ও হাঁ-ডু ডু খেলায় ,

শব্দ বাজে প্রাতে শিশিরভেজা গাছের পাতায় ঘাসে ;

শব্দ বাজে চুপরাতে ঝরা ভোরের শিউলি তলায় ,

বাজে শব্দেরা অলিরবে--তিতলি-ডানায় ফুলের সুবাসে ।


দূরে আকাশভরা তারার মেলায় শব্দেরা থাকে জেগে ,

শব্দেরা ঝলে চুমকি-গাঁথা রাতের জোনাকমালায় ;

বাজে শব্দেরা সে'কামারশালার শব্দে জেগে থেকে ,

শব্দেরা বাজে খেয়ার ঘাটে--শব্দ কুমোরপাড়ায় ।

শব্দে বাজে মেঘেপাহাড়ে--বাজেও বিদ্যুল্লেখায় ,

শব্দেরা বাজে ফেরিওয়ালার বিচিত্র সব ডাকে ;

শব্দ বাজে কর্মহীনের--বিষণ্ণ পথ হাঁটায় ,

শব্দ বাজে ক্ষুধায় অস্থির শিশুরা যেখানে কাঁদে ।


শব্দেরা বাজে ছেলেবেলার ছেলখেলার সংসারে ,

বাজে টুপটুপ পানকৌড়িরা ডুব দেয় যেই জলে ;

বাজে সে'কাশের বনে কাশদোলায়--নদীর দুইপারে ,

নববধূ গেলে পতিগৃহে পথ ভাসিয়ে চোখের জলে ।

শব্দেরা বাজে কসাইখানায় যেখানে অন্ধকার ,

শব্দেরা বাজে ফুটপাতে-রৌদ্রে-মিছিলে রাস্তায় ;

বাজে নীরব চিৎকারে চুপ আঁধারে বন্দিশালার ,

দেখি শব্দের খই পথেতে ছড়িয়ে মরণযাত্রায় ।


শব্দ বাজে ঘোর শ্রাবণের রাতে কূলভাঙা প্লাবণে ,

বাজে বন্যার মুখে ওঠে যখন বাড়ি ভাঙার রব ;

শব্দ বাজে লঙ্গরখানার বিপন্ন সম্ভ্রমে ,

ছুটির ঘণ্টায় ওঠে যেই উন্মত্ত কলরব ।

শব্দেরা বাজে রাত্রিচরা দুশমনী আন্ধারে ,

আস্ত শহর ঘুমায় যখন দুঃস্বপ্নের নিচে ;

শব্দেরা বাজে রাত-মাতালের বিভীষণ উদ্গারে ,

যখন আগুন ঝরে হায়না চোখে--রাজার উষ্ণীষে ।


শব্দেরা বাজে কলের ভেঁপুতে চিমনিছাড়া ধোঁয়ায় ,

ধোঁয়ার কুণ্ডলী যখন ছোঁয় গিয়ে আকাশপ্রান্ত ;

শব্দেরা বাজে অপরাহ্ণিক বাউলের একতারায় ,

বাজে শব্দেরা সীমান্ত যখন ভীষণই অশান্ত ।

ঘুম নাই তো শব্দেরা চুপ ফুল হয়ে সব ফোটে ,

বন্যার স্রোতে হুড়মুড়িয়ে শব্দেরা সব জোটে ;

শব্দকে নিয়েই খেলা আমার শব্দই খেলাঘর ,

শব্দেই আমি রাজা-ফকির শব্দতেই নির্ভর ।


------------------------------------------------------------------