Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য -সম্মাননা

বিভাগ: গদ্য কবিতাশিরোনাম: ফুটপাতের ফুলকলমে: প্রণব মাহাততারিখ: ১০/০৩/২০২২
একগুচ্ছ পতাকা হাতে, তিনটে রঙ, গেরুয়া, সাদা, সবুজ... দশটা বসন্ত বুকে দাগ কেটেছে মাত্র, বিশাল পৃথিবীর অভিজ্ঞতা হৃদয়ে, রঙের মানে বোঝেনা, পতাকার ঐতিহ্যের ইতিহা…

 


বিভাগ: গদ্য কবিতা

শিরোনাম: ফুটপাতের ফুল

কলমে: প্রণব মাহাত

তারিখ: ১০/০৩/২০২২


একগুচ্ছ পতাকা হাতে, তিনটে রঙ, গেরুয়া, সাদা, সবুজ... 

দশটা বসন্ত বুকে দাগ কেটেছে মাত্র, বিশাল পৃথিবীর অভিজ্ঞতা হৃদয়ে, 

রঙের মানে বোঝেনা, পতাকার ঐতিহ্যের ইতিহাস জানেনা, 

পেটের তাড়না বোঝে,দারিদ্রের অভিশাপ নিয়ে জন্ম 

পোড়া রুটির মূল্য, বাসি ভাতের কদর খুব জানে, 

জরাজীর্ণ অসুস্থ মায়ের কাতর আর্তনাদে দিশেহারা শৈশব, 

রাস্তায় রাস্তায় ঘুরছে মেয়েটা, পতাকা নাড়ছে, 

করুণ আর্তি দাগ কাটছে না মহা মূল্যবান সদা ব্যস্ত ভদ্রলোকের বিবেকে, 

বাস্তবের কর্কশ কষাঘাতে মেরুদন্ডের হাড়ে ফাটল ধরেছে। 


তবুও ক্ষমতাহীন রুগ্ন হাতের ভরসায় যু্দ্ধ করছে পথে পথে, 

ঝাঁকড়া চুলের আড়ালে উৎসুক দুটি চকচকে আঁখি, 

শুষ্ক গালে দারিদ্রের ছাপ স্পষ্ট কিন্তু শক্ত চোয়াল অন্য কথা বলে, 

অর্ধমৃত স্বপ্নগুলো জমে আছে হৃদপিন্ডের দেওয়ালে, 

মেয়েটা স্কুলের ব্যাগ কাঁধে নেয় সময় সুযোগ এলেই, 

ফুটপাতের মাটিও উর্বর হয় পুষ্ট বীজ পেলে। 

            ______________________

( স্বত্ব সংরক্ষিত)