Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

।।  প্রান্তবাসী  ।।            নিবারণ চন্দ্র দাস          ২০/০৩/২০২২এক বোঝা জ্বালানি কাঠ মাথায়জঙ্গলের পথ হেঁটে শহরে এসেনামমাত্র কটা টাকা হাতে পেয়েতোমার মুখে দেখেছি সুর্যোদয়ের সমুদ্রের অনাবিল হাসি।
উদয়াস্ত অর্দ্ধভুক্ত ঘর্মাক্ত …

 


।।  প্রান্তবাসী  ।।

  

            নিবারণ চন্দ্র দাস

          ২০/০৩/২০২২

 

এক বোঝা জ্বালানি কাঠ মাথায়

জঙ্গলের পথ হেঁটে শহরে এসে

নামমাত্র কটা টাকা হাতে পেয়ে

তোমার মুখে দেখেছি সুর্যোদয়ের

 সমুদ্রের অনাবিল হাসি।


উদয়াস্ত অর্দ্ধভুক্ত ঘর্মাক্ত পরিশ্রম,

অনাহার উপেক্ষা করে

সন্তানতল্য যত্ন আদরে ভরিয়ে,

প্রকৃতির খামখেয়ালী সহ্য করে,

ঘরে তোলা ফসলের উচিত মূল্য

আসে না হাতে, তবুও দেখেছি

তোমার অটল হিমালয়ের ধৈর্য্য।


প্রাণ হাতে ছোট্ট নৌকায়

খরস্রোতা নদী, গভীর সমুদ্রে জাল ফেলে

তুলে আনা মাছগুলো যখন মহাজন

ওজনে ঠকিয়ে দামেও ঠকায়--

সব বুঝেও নিরুপায় তুমি।


ইটের পর ইট সাজিয়ে প্রখর রৌদ্রে,

ঝড় বাদল মাথায় নিয়ে গড়ে তোল ইমারত,

মন্দির মসজিদ গুরুদোয়ার চার্চ,

তোমার কথা মনে থাকে না কারও।


মাটি নিকানো দাওয়ায়, আগুন ঝরানো

আকাশের তলায় খোলা মাঠে,

বিক্ষুব্ধ সমুদ্রের ক্ষুদ্র নৌকায়

টালমাটাল হতে হতে;

নির্মীয়মান প্রাসাদের তলায়,

ঘুটঘুটে আঁধার ভরা খনির জঠরে

আলু পোড়া,পোড়া মাছ

হয়তো লংকা নুন মেখে সামান্য আহার

তোমার মুখে অদ্ভুত শান্তি আনে।


স্পর্ধিত সভ্যতা তোমায় মনে রাখে নি,

আজও তোমার জীবন অপরিবর্তিত,

তুমি সভ্যতার গর্বের ভিত্তিভূমি,

প্রনমি তোমায় তোমাদের প্রান্তবাসী।।

                         -:-