বাবলু বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরপশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্ব সহায়ক দলের মহিলাদের বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে স্বনিযুক্তি প্রকল্পের মাধ্যমে তাদের অর্থনৈতিক দিশা দেখানোর। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের স্ব সহায…
বাবলু বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্ব সহায়ক দলের মহিলাদের বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে স্বনিযুক্তি প্রকল্পের মাধ্যমে তাদের অর্থনৈতিক দিশা দেখানোর। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের স্ব সহায়ক দলের মহিলারা প্রাণী পালনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিতে দেখা যাচ্ছে। মঙ্গলবার কোলাঘাট ব্লক প্রাণী সম্পদ বিকাশ ভবনে তিনটি স্ব সহায়ক দলের হাতে ৬৩টি ছাগলছানা তুলে দেওয়া হল। এর মধ্যে পুরুষ মহিলা দুটোই আছে। স্ব সহায়ক দলের মহিলাদের কি পদ্ধতিতে ছাগলছানা গুলি চাষ করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই আলোচনা সভায় কোলাঘাট ব্লকের বি এল ডি ও স্বপন জানা,ভি এস রবীন্দ্রনাথ মাইতি, ফার্মাসিস্ট সুনীল কুমার নন্দী, অলক রঞ্জন পাহাড়ি সহ পদস্থ অফিসাররা উপস্থিত ছিলেন। এক সাক্ষাৎকারে বি এল ডি ও স্বপন জানা বলেন এর আগে এই ব্লকে আট টি স্ব সহায়ক দলকে ছাগলছানা দেওয়া হয়েছিল, দ্বিতীয় পর্যায়ে তিনটি স্ব সহায়ক দল কে দেওয়া হল। উল্লেখ করা যায় প্রশিক্ষণপ্রাপ্ত স্ব সহায়ক দলের মহিলারা সরকারি নিয়ম নীতি মেনে ছাগলছানা গুলি চাষ করছে এবং তারা নিজেদেরকে স্বাবলম্বী করার প্রয়াস চালিয়ে যাওয়ার ধারাবাহিকতা রাখছে।