Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ধর্ষণকাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঝাঁটা হাতে মহিলাদের নিয়ে মিছিল

পূর্ব মেদিনীপুর , পাঁশকুড়া: সরকারি হাসপাতালে ধর্ষণকাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঝাঁটা হাতে মহিলাদের নিয়ে মিছিল করলেন। সমস্ত দায়ী চাপালেন মুখ্যমন্ত্রীর ঘাড়ে।পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একাধ…


 পূর্ব মেদিনীপুর , পাঁশকুড়া: সরকারি হাসপাতালে ধর্ষণকাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঝাঁটা হাতে মহিলাদের নিয়ে মিছিল করলেন। সমস্ত দায়ী চাপালেন মুখ্যমন্ত্রীর ঘাড়ে।

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একাধিক মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের দায়ে ওই হাসপাতালেরই ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাসকে পাঁশকুড়া থানার পুলিশ গ্রেফতার করে। 

বুধবার শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে ঘোষণা করেছিলেন এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবিতে মহিলারা ঝাঁটা হাতে মিছিল করবে, সেই মতো বৃহস্পতিবার নারানদা থেকে পাঁশকুড়া থানা পর্যন্ত প্রায় দু কিলোমিটার মিছিল অনুষ্ঠিত হলো। 

মিছিলে উপস্থিত ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,শালতোড়ার বিধায়ীকা চন্দনা বাউরী, উত্তর কাঁথির বিধায়িকা সুমিতা সিনহা সহ আরো অন্যান্য বিজেপির কার্যকর্তারা। শুভেন্দু অধিকারী অস্থায়ী মঞ্চ থেকে বলেন এই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জাহির আব্বাসরা এই ধরনের কাজকর্ম করে, মুখ্যমন্ত্রীর মুখ এখন সেলাই ।

সব কথাতে ফটফট করেন প্রধানমন্ত্রীকে চোর বলার সময় গলা ফেটে আওয়াজ বেরোয়, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলার সময় গলা থেকে আওয়াজ বেরোয়, কিন্তু কসবা ল কলেজ ও পিতপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণ হলে আপনি মুখ খুলেন না, আপনার মুখে কোন শব্দ নেই, জাহির আব্বাসের যত বাড়বাড়ন্ত এই তৃণমূলের হাত ধরে। ছোট ছোট যাই রাব্বাস সারা রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কে এই রাজ্য থেকে হটাতে হবে। 

তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় বলেন জাহির আব্বাস তৃণমূল কংগ্রেসের কেউ নয়। ২০১৬ সালে পিৎপুর সুপার সুপার স্পেশালিটি হাসপাতাল উদ্বোধনের সময় শিশির অধিকারীর সঙ্গে জাহির আব্বাস এর ছবি দেখা গেছে, শিশির অধিকারীর সান্নিধ্যে থেকেই কি জাহির আব্বাসের বাড়বাড়ন্ত? প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। কিছুদিনের মধ্যে রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী কয়েকজন বিধায়ককে নিয়ে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে দেখা করবেন।