Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঝুঁকিপূর্ণ ব্রুসেলোসিস টিকাকরণে কোলাঘাট ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সাফল্য দেখাচ্ছে।

বাবলু বন্দ্যোপাধ্যায়।     পূর্ব মেদিনীপুররাজ্যের বিভিন্ন স্থানে গবাদিপশুর ব্রুসেলোসিস টিকাকরণে  কর্মীরা আক্রান্ত হওয়ার খবর থাকলেও পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে যে টিকাকরণ কর্মসূচি চলছে এখন…



বাবলু বন্দ্যোপাধ্যায়।     পূর্ব মেদিনীপুর

রাজ্যের বিভিন্ন স্থানে গবাদিপশুর ব্রুসেলোসিস টিকাকরণে  কর্মীরা আক্রান্ত হওয়ার খবর থাকলেও পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে যে টিকাকরণ কর্মসূচি চলছে এখনো পর্যন্ত  আক্রান্তের কোন খবর কোন খবর নেই বলে জানালেন  ব্লকের বি এল ডি ও স্বপন জানা। ব্লক জুড়ে ৬৪ জন কর্মী  দিনরাত অক্লান্ত পরিশ্রম করে টিকাকরণের কর্মসূচিতে অংশ নিয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুহাজার । আগামী ২রা এপ্রিল টিকাকরণ কর্মসূচি শেষ হচ্ছে। জানা গেছে টিকাকরণ কর্মসূচি যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তার প্রায় কাছাকাছিতে  এসে পৌঁছে গেছে।  ব্রুসেলোসিস মূলত গবাদিপশুর একটি সংক্রামক  অসুখ।  বন্ধ্যাত্ব, গর্ভপাত ,দেরিতে গরম হওয়া ইত্যাদি অসুবিধা দেখা দেয়। উক্ত রোগটি মানুষের মধ্যেও সংক্রমিত হয়  কোন কারণে  টিকাকরণ করার সময় মানবদেহে প্রবেশ করলে। মহিলাদের বন্ধ্যাত্ব গর্ভপাতের পাশাপাশি পুরুষদের শুক্রাশয় এর প্রদাহ ইত্যাদি অসুখ হয়। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন স্থানে প্রাণী বন্ধুদের মধ্যে বেশ কয়েকজন এই রোগে আক্রান্তের খবর পাওয়া গেছে। ব্লক প্রাণিসম্পদ  দপ্তর থেকে বলা হয়েছে নির্দিষ্ট নিয়ম পদ্ধতির মধ্য দিয়ে কাজ করলে মানুষের মধ্যে সংক্রমণের ভয় থাকে না। সরকারি কর্মচারী সহ  প্রাণী বন্ধু ,প্রাণী মিত্রারা সাফল্যের সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তা পূরণের দিকে নিয়ে  যাবে বলে বি এল ডি ও এক সাক্ষাৎকারে জানান।