Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

বিশ্ব কবিতা দিবস উপলক্ষে নিবেদন---------------------------------------------------বিভাগ ঃ পদ্যকবিতাশিরোনাম  ঃ কবিতার কথকতাকলমে ঃ অরুণাভ চক্রবর্তী তাং ঃ ২১.০৩.২০২১.
বিশ্ব কবিতা দিবস আজকবিদের আজকে রাজ,কবিতাপাঠ কবিতা লেখাদেখে দেখে কত…

 


বিশ্ব কবিতা দিবস উপলক্ষে নিবেদন

---------------------------------------------------

বিভাগ ঃ পদ্যকবিতা

শিরোনাম  ঃ কবিতার কথকতা

কলমে ঃ অরুণাভ চক্রবর্তী 

তাং ঃ ২১.০৩.২০২১.


বিশ্ব কবিতা দিবস আজ

কবিদের আজকে রাজ,

কবিতাপাঠ কবিতা লেখা

দেখে দেখে কতো শেখা।


কবিতা হবে গদ্যে পদ্যে

মনের কথা বলবে,

কল্পনা আর বাস্তবতা যে

কবিতায় চলবে।


কবিতাকে করলে কর্কশ

শব্দের দুর্বোধ্যতায়,

কাব্যদেবীর কান্না ত পায়

মনে বলে হায় হায়।


কষ্ট বিরহ আর তাপ্পি 

দিয়ে হয় নাকি কবিতা,

বুঝিনা সময়ে আমি যে

কে চিতা আর কে মিতা !


কবিতা লেখে কবি সব

কলম তাদের বাহন,

মনের মধ্যে খেলায় ভাব

করে  খুবই  যতন।


কবিতা বলে যে জীবনকথা

কবিতা জাগায় বাঁচার আশা,

কবিতা লিখি ভাষা এই বাংলা

আছে কবিতায় ভালোবাসা।


কবি সন্মেলনে মিলি সবাই

কতো কবি হলো আমার বন্ধু, 

তাদের ভালোবাসা পেয়ে যে

কবিতার মান হয়ে যায় সিন্ধু।


সাহিত্য বাসরে কবিতাপাঠ

কবিতা নিয়ে  কতো চর্চা, 

নতুন নতুন ছন্দে কবিতা হয়

এতে নাই কোনরূপ খরচা।


ফেসবুকে কতো সাহিত্য 

পরিবার তাতে কবি আসে,

ওতে কবিতা লিখি কতো

বন্ধন হয় কৃতজ্ঞতা পাশে।


কবিতায় ফোটে জীবনকথা

হাসি কান্না আর দুঃখ সুখ,

প্রাপ্তি অপ্রাপ্তির বেদনা যতোই

থাকুক আনন্দেরই দেখি মুখ।


কবিতা জাগায় মনে আগুন

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ,

কবিতাতে হয় প্রতিবাদী ভাষা

ভীত হয় অত্যাচারীর রাজ।


স্বৈরশাসকের মুখোশ খুলতে

কবিতা দিতে পারে রামধাক্কা, 

কবিদের ওরা বড়ো ভয় পায়

একথা সত্য একদম যে পাক্কা।


কবি  ও কবিতা আত্মার 

আত্মীয় বলে জানি,

কবিরা কবিতা বেচে বাঁচেনা

তা মনেপ্রাণে মানি।


রাজার কবি সভাকবি

তাদের কবিতা অন্য,

রাজার স্তুতি করে তারা

পারিতোষিকের জন্য।


রাজা কতো দয়ালু আর

রাজা কতো প্রজাবৎসল,

এই নিয়ে কবিতা কীর্তন 

বাজিয়ে যেন ঢাক খোল।


আধুনিক কবিতা আমার

লাগে বড়োই তিতা,

এযেন অনাথ শিশু নাই তার

কোনো মাতা পিতা।


আধুনিক কবিতার মাথামুণ্ডু 

বুঝতে নাহি আমি পারি,

তাই আধুনিক কবিতার সঙ্গে

আমার চিরদিনের আড়ি।


সহজবোধ্য কবিতা লেখো

যতো আছো কবিগণ,

দুর্বোধ্য ভাষা ব্যবহারে কেন

করো এমন মরণপণ।


আগেকার দিনে বই উপহার

দেওয়ার ছিল বেশ চলন,

কবিতার বই দিলে উপহার

না  হবে না তার ফল বলন।


আমিও অনেকের মতো জানি

আধুনিক কবিতা বুঝতে নারি,

ওই কবিতার মর্ম উদ্ধারে তো

সকল সময়েই আমি বসে হারি।


দমদম পার্ক।  কোলকাতা