Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

কবিতা-- সান্ত্বনাঅজয় চক্রবর্তী২১  ০৩  ২০২২
চারপাশ ঘিরে মিথ্যে সাজানো প্রাণের আকুতি নাই,সইতে পারিনা মাঝে মাঝে আমি চিৎকার করি তাই।ছলনায় ভরা দেখতে পাইনা মানবিকতার মুখ,শান্তি উধাও কৃত্রিমতায় দেখাই কতো না সুখ।
এর নাম যদি বেঁচে থাকা হ…

 


কবিতা-- সান্ত্বনা

অজয় চক্রবর্তী

২১  ০৩  ২০২২


চারপাশ ঘিরে মিথ্যে সাজানো প্রাণের আকুতি নাই,

সইতে পারিনা মাঝে মাঝে আমি চিৎকার করি তাই।

ছলনায় ভরা দেখতে পাইনা মানবিকতার মুখ,

শান্তি উধাও কৃত্রিমতায় দেখাই কতো না সুখ।


এর নাম যদি বেঁচে থাকা হয় মৃত্যু তবু তো ভালো,

জীবনের পথে আলো থাক শুধু চাইনা দেখতে কালো।

অভিমান সেতো বৃথাই হেথায় হুংকার ছাড়ি জোরে,

ঊষার আলো আসে না আমার খিল দেওয়া যত দোরে।


সব দেখেশুনে কখনো-সখনো ভীষণ ক্ষেপে যে যাই,

পথই আমার ঘরবাড়ি তবু পথের ঠিকানা নাই।

বাঁচার জন্য শুধু বেঁচে থাকা তবু আয়ু যায় বেড়ে,

নীরবে-নিভৃতে ভাবনা জগতে মন হায় হায় করে।


ভালোতো লাগেনা শুনতে মিথ্যে শুধু সান্ত্বনা বাণী,

নকল সাজেই সেজে আছে হেথা কেউ রাজা কেউ রানী।

নীল দিগন্তে চেয়ে চেয়ে থাকি যদি সুখ খুঁজে পাই,

কে যেন আমাকে ডেকে বলে যায় যা খোঁজো তা তো নাই।


কার লাগি প্রাণ ব্যাকুল হয় গো সে কোন অপরিচিতা,

অনুভবে তার স্পর্শ পাই যে বহু জনমের মিতা।

কুহকিনী কোনো আশার ছলনা ঘিরে থাকে চারিদিকে,

মনের গহীনে সবুজের বাস বাইরে তো সব ফিকে।