Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

#কবিতা_দিবসের_শুভেচ্ছা_জানাই_সকলকে🙏🙏🙏
#কবিতা#নিষিদ্ধ_পথের_মা#মিষ্টিমৌ
উজ্জ্বল নিওন আলোর তলায় দাঁড়িয়ে ঐ আমার মা।মুখে মেকআপ, চকচকে শাড়িতে ঢেকেছে তার গা।।আজ দুটো খদ্দের বেশি পেলেই হয়ে যাবে কোটা পুরো।ঐ যে এগিয়ে গেল মা,আসছে এক ব্যবসা…

 


#কবিতা_দিবসের_শুভেচ্ছা_জানাই_সকলকে🙏🙏🙏


#কবিতা

#নিষিদ্ধ_পথের_মা

#মিষ্টিমৌ


উজ্জ্বল নিওন আলোর তলায় দাঁড়িয়ে ঐ আমার মা।

মুখে মেকআপ, চকচকে শাড়িতে ঢেকেছে তার গা।।

আজ দুটো খদ্দের বেশি পেলেই হয়ে যাবে কোটা পুরো।

ঐ যে এগিয়ে গেল মা,আসছে এক ব্যবসায়ী বুড়ো।।

শরীরটাকে দুমড়েমুচড়ে ওদের সামনে দিয়ে হাতে নিল কটা টাকা।

আরও কিছু দরকার মায়ের,ভাঁড়ার যে বিলকুল ফাঁকা।।

নীল সাদা রেলিংয়ে হেলান দিয়ে আবার মেকআপ নিল করে।

চোখের কাজলে ঢাকলো জল,আঁচলটাও গিয়েছিল সরে।।

আবার এক খদ্দের আসছে টলোমলো পায়ে সামনে তার।

দরদাম করলো বেশ কিছুক্ষণ আমার মায়ের শরীরটার।।

এভাবেই যদি আরও একজন খদ্দের পায় এই রাতে।

পর্যাপ্ত টাকা তবেই তো আসবে তার ঐ দুই হাতে।।

অসুস্থ আমি প্রহর গুনছি শুয়ে শুয়ে বিছানায়।

পারবে কি মা সুস্থ করতে,ভর্তি হবো কি ঐ হাসপাতালটায়।।

ভোরের আলো ফুটছে যখন, বিব্রত মা তখন।

ভাবছে কেন এত শীঘ্রই সূর্য এল এখন।।

শেষ চেষ্টা, শেষ লড়াইটা লড়ছে আমার মা।

বাঁচাতে তার সন্তানকে রোজ বিকোচ্ছে শরীরটা।।

নিওনের আলোয় মেকআপ লাগিয়ে দাঁড়িয়ে থাকে যারা।

সবার গল্প ভিন্ন ভিন্ন,তাদের খোঁজ নিয়েছে কারা।।

চোখের কাজলের আড়ালে নোনা জল গায় গান।

নিষিদ্ধ পথের মায়েদের ক'জনই বা দিয়েছে মান।।